চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) এলাকায় ক্রিকেটারদের স্ট্যাচু ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর হওয়া স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশের দাবি, স্ট্যাচু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। তবে ভাইরাল হওয়া ভিডিওতে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এক লোক লোহার একটা পাইপ নিয়ে এগুলো (স্ট্যাচু) ভেঙেছে। তার কাঁদে ব্যাগ ছিল।’

নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘স্টেডিয়াম এলাকায় স্ট্যাচু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। আমরা ভিডিওগুলো বিচার-বিশ্লেষণ করছি।’

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই যুবক মাটিতে পড়ে থাকা একটি স্ট্যাচুর পায়ের ভেতর বাঁশ ঢুকিয়ে সেটি জোড়া দেওয়ার চেষ্টা করছেন। 

২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে ১১ ক্রিকেটারের স্ট্যাচুগুলো স্থাপন করা হয়েছিল। 

আরএমএন/এআইএস