প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

‘ফ্যাসিবাদে জড়িত’, ৪৪ হাজার গ্রেপ্তার, জামিনে ৭৩%, কোথায় কত

রাজধানীর শ্যামলীতে ১৬ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়। পুলিশ বলছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের আরেক অংশ প্রস্তুতি নিয়ে ছিল। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

কালের কণ্ঠ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে ৭ গুণ

নানা জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ীর মূল অবকাঠামো নির্মাণকাজ। অর্থায়ন নিশ্চিত হওয়ায় আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ বন্দরের গুরুত্বপূর্ণ অংশ জেটি, টার্মিনাল শেড এবং কনটেইনার ইয়ার্ড নির্মাণ শুরু হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে পুরোপুরি চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বন্দরটি চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে সাত গুণ, কনটেইনার হ্যান্ডলিং হবে ১১ লাখ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের একক কনটেইনার)।

যুগান্তর

শিক্ষা ছুটিতে ১৮ শতাংশ শিক্ষক

দেশের ৫০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন ১৬ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে তিন হাজার ৫৮ জন দুই ধরনের শিক্ষা ছুটিতে আছেন; যা মোট শিক্ষকের ১৮ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন চাকরিও করেন। কেউ কেউ বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও বিদেশি সংস্থায় পরামর্শক হিসাবে কাজ করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

আজকের পত্রিকা

পুলিশের ভাঙা মনোবলে নতুন উপসর্গ ভয়

মাঠপর্যায়ের পুলিশ সদস্যের অনেকে গত বছরের ৫ আগস্টের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যে নতুন উপসর্গ দেখা দিয়েছে, তা হলো ভয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের ওপর হামলা এই ভয় সৃষ্টি করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে অসন্তোষ থাকলেও মাঠে পুরো সক্রিয় হচ্ছে না পুলিশ।

বণিক বার্তা

সংকটাপন্ন ১৮ নদী পুনরুদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত, ব্যয় হবে ৭২০ কোটি টাকা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রতি জেলায় একটি করে নদী দূষণমুক্ত করে পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছিলেন। সে কাজের ধারাবাহিকতায় সংকটাপন্ন ১৮টি নদী নিয়ে কাজ শুরু হয়েছে। আগামী অক্টোবর থেকে নদী পুনরুদ্ধারের দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে।

দেশ রূপান্তর

আ.লীগ নেতাদের ব্যাংক হিসাবে পুলিশের চোখ

আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে উঠেছে নানা ‘অপকর্মের’ অভিযোগ। তার সঙ্গে জড়িয়েছে স্বজনদের নামও। বাহাউদ্দিনের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত ৩০টি হিসাব রয়েছে। এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। তার একাধিক স্বজনের ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের দুটি বিশেষ ইউনিট। বাহাউদ্দিনের মতোই শতাধিক আওয়ামী লীগ নেতা ও তাদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে পুলিশ বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

সমকাল

ধর্ষণে জড়ালেও শাস্তি হবে না মনে করে ২৭.৫৮% আসামি

বাংলাদেশের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তার পরও এ অপরাধে জড়ালে শাস্তি হবে না মনে করছে ২৭.৫৮ শতাংশ অভিযুক্ত। ৮৪টি আলোচিত ধর্ষণ মামলার বাদী, ভুক্তভোগী ও আসামিদের বক্তব্য বিশ্লেষণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য পেয়েছে। 

দেশ রূপান্তর

দরকষাকষি ছাড়াই স্টারলিংক!

স্টারলিংকের সেবার মান ও ইন্টারনেটের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দাম দিয়ে চরম অসন্তোষ গ্রাহকদের। এ ছাড়া ছোটখাটো কারিগরি সমস্যার পাশাপাশি ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেটের। তবে বাংলাদেশে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড সারা দেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে এরই মধ্যে।

সমকাল

দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা

বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ প্যানেল সনদ বাস্তবায়নে দুটি ‘প্যাকেজ প্রস্তারের’ পরামর্শ দিয়েছে। যাতে বিএনপি এবং সমমনা দলগুলোর প্রস্তাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে অভিমত গ্রহণ থাকবে। 

দেশ রূপান্তর

সময় বাড়ে শেষ হয় না কাজ

ভৈরব সেতু নির্মাণে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে কার্যাদেশ অনুযায়ী প্রাথমিক মেয়াদ ছিল দুই বছর। তবে তিন দফায় মেয়াদ বৃদ্ধি পেয়ে তা এখন ৬ বছরে দাঁড়িয়েছে। অথচ কাজের ভৌত অগ্রগতি মাত্র ১৮ শতাংশ। একইভাবে, খুলনা মহানগরীর প্রবেশপথে গল্লামারী সেতুর নির্মাণে ৬৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পে প্রাথমিক মেয়াদ ছিল ৯ মাস, যা তিন দফায় বেড়ে ৩ বছরে পৌঁছেছে। তবুও কাজের অগ্রগতি ৩০ শতাংশের বেশি হয়নি। এই দুই সেতুর নির্মাণকাজ প্রায় থমকে থাকায় অর্থনৈতিক, সামাজিক, উন্নয়ন ও পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছেন খুলনার মানুষ, যা তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রথম আলো

ইজিবাইক-ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকার ‘নিরুপায়’, কিন্তু কেন

সড়কের অবৈধ ও মেয়াদোত্তীর্ণ—কোনো যানবাহনই উচ্ছেদ করতে পারছে না সরকার।

এ কাজ করতে বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে ব্যর্থ হয়েছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা চালিয়েছে। তবে তারাও এগোতে পারেনি। ফলে এসব যান সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়াচ্ছে।

বণিক বার্তা

এক দশকে অর্ধেকে নেমেছে নারী অভিবাসন

বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার নারী কর্মী জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান। তাদের অধিকাংশই কাজ করেন গৃহকর্মী বা গার্মেন্ট শ্রমিক হিসেবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান ও লেবাননই তাদের প্রধান গন্তব্য। তবে এক দশক আগেও যেখানে প্রতি বছর এক লাখের বেশি নারী কর্মী বিদেশে যেতেন, সেখানে এখন সংখ্যাটি অর্ধেকে নেমে এসেছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় দিন দিন সংকুচিত হচ্ছে এ শ্রমবাজার। বিদেশের কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতন, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়া, অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা, পর্যাপ্ত খাবার না পাওয়া, এমনকি যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে। এসব কারণে নারী অভিবাসনে নেতিবাচক প্রভাব পড়ছে, উন্নত জীবনের স্বপ্ন ভাঙছে অনেকের।

আজকের পত্রিকা

ইপিআই কার্যক্রম: শিশুদের টিকার সংকট

গত সপ্তাহের শুরুতে ৯ মাস বয়সী মেয়েশিশুকে রাজধানীর রমনা এলাকায় ইপিআইয়ের এক স্থায়ী টিকা কেন্দ্রে নিয়ে যান বেসরকারি চাকরিজীবী বাবা। উদ্দেশ্য, হাম-রুবেলার (এমআর) প্রথম ডোজ দেওয়া। তবে সেদিন কেন্দ্রটিতে টিকা না থাকায় তাঁকে ফিরে আসতে হয়। এমআরসহ আরও কয়েক ধরনের টিকার ঘাটতির কারণে সেদিন শিশুসন্তানদের টিকা দেওয়া ছাড়াই ফিরতে বাধ্য হন অনেক অভিভাবক।

যুগান্তর

ডাকসু ভোট নিয়ে তোলপাড়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ব্যালট পেপার নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপানোর অভিযোগ উঠেছে। এরপর ডাকসু নির্বাচন নিয়ে বেশ তোলপাড় চলছে। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন এক ডজন শিক্ষার্থী, তাদের অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা ধরনের বিতর্কও অব্যাহত আছে। বিদ্যমান পরিস্থিতিতে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করতে বলেছে অধিকাংশ প্রার্থী। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। আর এ ঘটনার তদন্ত শুরু করেছে ডাকসু নির্বাচন কমিশন।

কালের কণ্ঠ

দূষণে দুর্দশা বুড়িগঙ্গার

বুড়িগঙ্গা দীর্ঘদিন ধরে দূষণে ধুঁকছে। রাজধানীর পাশ দিয়ে বয়ে চলা নদীটির এই দুরবস্থা যেন বারোমাসি দুঃখিনীর মতো। মাসের পর মাস যায়, বছর ঘুরে আসে, কিন্তু নদীর কালো জল রং বদলায় না। ভরা বর্ষায়ও নদীর দূষণ সেভাবে কমে না।

কালবেলা

দ্বিরাষ্ট্র সমাধানে সমস্যা কোথায়

গাজার আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলছে ইসরায়েল। বিমান-ড্রোন হামলা হচ্ছে নির্বিচারে। স্থল অভিযানের নামে সব আবাসন, প্রার্থনালয়, বিদ্যালয়, আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে এগোচ্ছে দখলদার বাহিনী। উপত্যকার চার সীমান্তে সর্বাত্মক অবরোধ দিয়ে ভেতরে চলছে এমন নারকীয় তাণ্ডব। ফিলিস্তিনিরা মরছে বোমা-গুলি-অনাহারে। অনাহারে ধুঁকে ধুঁকে মরছে শিশুরাও। ওষুধ সংকট আর আগ্রাসনে বন্ধ হচ্ছে গাজার একের পর এক হাসপাতাল—এটিই বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট। পরিকল্পিতভাবে অবকাঠামো, সেবা ও অন্যান্য সুবিধার সব ধ্বংসের লক্ষ্যই হচ্ছে এ উপত্যকাকে জনশূন্য করার নকশা। ইসরায়েলে হামাসের হামলার পর সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ের নামে গাজায় নারকীয় ধ্বংসযজ্ঞ ও জাতিগত নিধন শুরু করেছে, তাতে সারা বিশ্বেই ধিক্কার পাচ্ছে এবং এমনকি খোদ ইসরায়েলিরাই অনেকেই চান না আর যুদ্ধ চলুক। এমন পরিস্থিতিতে ইসরায়েলের মিত্র ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, পর্তুগালের প্রভাবশালী দেশসহ ১০টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ভাষ্য—এ সংকটের একমাত্র সমাধান দ্বিরাষ্ট্র নীতি। এরপর বিষয়টি ফের বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।

কালের কণ্ঠ

বর্জ্যে বিষাক্ত ঢাকার ৪ নদী

রাজধানী ঢাকার চারপাশে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদ-নদীর পানিতে প্রতিদিন মিশছে ৮০ হাজার কিউবিক মিটার তরল বর্জ্য। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই দূষণ বাড়ছে। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ঢাকার এই চারটি নদ-নদী ছাড়াও দেশের বিভিন্ন নদী দূষণে-দখলে বিপন্নতার মুখে রয়েছে।