তরুণ জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে কোইকা
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং শিল্পখাতের অংশীজনদের যৌথ সহযোগিতায় কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) নতুন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালু করবে।
সেই লক্ষ্যে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর জন্য লাগসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এই উদ্যোগের লক্ষ্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কোইকার পক্ষ থেকে জানানো হয়, এ অংশীদারিত্ব বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে। শিল্পখাতের অভিজ্ঞতা এবং বিএমইটির নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ কর্মসূচি নিশ্চিত করবে, যে কারিগরি প্রশিক্ষণ হবে প্রাসঙ্গিক ও ফলপ্রসূ।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এনআই/এমএসএ