প্রণয় ভার্মা
‘স্টার্টআপ কানেক্ট’ ভারত-বাংলাদেশকে সংযুক্ত করার সেতু হিসেবে কাজ করবে
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘স্টার্টআপ কানেক্ট’ প্ল্যাটফর্ম ভবিষ্যতমুখী সহযোগিতার শক্তির ওপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি নতুন আখ্যান তৈরি করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনে বাংলাদেশি স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে ‘স্টার্টআপ কানেক্ট’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
প্রণয় ভার্মা বলেন, স্টার্টআপ কেবল কর্মসংস্থান সৃষ্টি এবং সমাধান প্রদানই করে না, বরং নতুন ধারণা এবং অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করার সেতু হিসেবেও কাজ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতীয় হাইকমিশন জানায়, অনুষ্ঠানে ৩০ জনেরও বেশি বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশি ও ভারতীয় উভয় স্টার্টআপই প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তাদের সুযোগ কাজে লাগাতে পারে, শক্তিশালী আন্তঃসীমান্ত সহযোগিতা গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতমুখী অংশীদারিত্বে ভাগাভাগি করে প্রবৃদ্ধি অর্জন করতে পারে ইত্যাদি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য দেন।
আইকোরি এবং টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ এবং স্টার্টআপ খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সফল সহযোগিতার কথা তুলে ধরেন।
শপআপ বাংলাদেশেরসহ-প্রতিষ্ঠাতা এবং সিইও আতাউর রহিম চৌধুরী, বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিভাদের অ্যাক্সেস এবং সর্বোত্তম অনুশীলন গ্রহণে ভারতের সঙ্গে অংশীদারিত্বের অভিজ্ঞতা বর্ণনা করেন।
এনআই/এসএসএইচ