চট্টগ্রামে ‘জেনে গড়ি, নিজের বাড়ি’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সেভেন রিংস সিমেন্টের উদ্যোগে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে চট্টগ্রামের বাড়ি নির্মাতা, প্রকৌশলী, স্থপতি ও কনসালটিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভেন রিংস চট্টগ্রামের হেড অব মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবিএম ইফতেখার আলম সিদ্দীকী, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টারের সহযোগী সদস্য ইঞ্জিনিয়ার অসিম সেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমান। 

অনুষ্ঠানে সিমেন্ট ব্যবহারকারী সেরা দশজনকে পুরস্কার দেয়া হয় এবং অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমআর/এআইএস