চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে চলছে ভোটের প্রস্তুতি
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিসহ সব ক্ষেত্রেই জোর তৎপরতা চলছে।
চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। এ নিয়ে আপত্তি–অনাপত্তি গ্রহণ চলছে। আগামী ৯ অক্টোবর শুনানি শেষে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে। আর ৩১ অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। হালনাগাদের পর এখন চট্টগ্রামে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৭ লাখ।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় চট্টগ্রামের ১৬টি আসনে এবার ভোটকেন্দ্র এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে। খসড়া তালিকায় এবার মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫৯টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫৬টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২২টি এবং ভোট কক্ষের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩২টি।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশে এবার সব ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৭৫টি কেন্দ্রকে জরাজীর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। সমস্যার কথা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। একইসঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা যাচাই–বাছাই ও প্রশিক্ষণ আয়োজনসহ নানা কাজ এক সঙ্গে চলছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে। এসব তালিকা হাতে পেলে প্যানেল তৈরি করা হবে। পরে ধাপে ধাপে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
এমআর/এসএম