গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর থেকে মো. আজাদ মিয়া নামে একটি ছেলে নিখোঁজ হয়েছে। ছেলেটির বয়স ২০ বছর হলেও সে ভালোভাবে কথা বলতে পারে না। ছেলেটির কিছুটা বুদ্ধি প্রতিবন্ধকতা রয়েছে। 

সে নিজের ও বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে না।

ছেলেটির বাবার নাম আলমগীর হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনার ধোলাই নবাবপুরে। হারিয়ে যাওয়ার দুদিন আগে চাচা দুলাল মিয়া তাকে ঢাকায় নিয়ে আসেন।

আফতাবনগরে মুদি দোকান ব্যবসায়ী ও আজাদের চাচা দুলাল মিয়া বলেন, বাবা মারা যাওয়ার পর আমি তাকে ঢাকায় নিয়ে আসি কাছে রেখে কিছু কাজ শেখানোর জন্য। গত শুক্রবার আমি তাকে দোকানের সামনে রেখে একটু বাইরে গেলে এসে দেখি সে আর নেই। এরপর আশপাশে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাইনি। আমার ধারণা সে হয়ত কুমিল্লায় তার বাড়ি যাওয়ার চেষ্টা করতে গিয়ে হারিয়ে গেছে। 

এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

আজাদ মিয়ারা ৪ ভাই দুই বোন। ভাইদের মধ্যে সে সবার ছোট। আজাদের বাকি তিন ভাইও তার মতো বুদ্ধি প্রতিবন্ধী। তাদের মা বর্তমানে চান্দিনার নিজ বাড়িতে আছেন। 

রাজধানী বা অন্য কোথাও কেউ ছেলেটির সন্ধান পেলে ০১৬৩৮২২৬৩৭৩ এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার চাচা দুলাল মিয়া।