সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর বিভিন্ন বিভাগের শিল্পীদের নিয়ে ত্রৈমাসিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) পুরানা পল্টনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এবারের প্রতিযোগিতায় শিশু, আবৃত্তি, কিরাত, সংগীত, কিশোর ও থিয়েটার এই ছয়টি বিভাগে ২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় গান বিষয়ে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের সাবেক পরিচালক শিল্পী আবু রায়হান, শিল্পী আতিক তাশরিফ, সাবেক সহকারী পরিচালক এ. কে. জিলানী, শিল্পী হাদিউজ্জামান বুলবুল, শিল্পী সাঈদ সুমন, শিল্পী সোলাইমান রাকিব, শিল্পী নিয়ামুল হোসাইন এবং শিল্পী রাআদ ইজামা।

আবৃত্তি বিষয়ে বিচারক ছিলেন আবৃত্তিকার ও উপস্থাপক আহসান হাবিব খান, আবৃত্তিকার সৈয়দ আল জাবের এবং আবৃত্তিকার ও উপস্থাপক এম. তারেক হাসিব। ক্বিরাত বিষয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কারী শামসুল হক আমান এবং ক্বিরাত বিভাগের পরিচালক ক্বারি মুমিনুল ইসলাম। অভিনয় বিষয়ে বিচারক ছিলেন থিয়েটার বিভাগের পরিচালক তাওহীদ আলম, নাজমুল ইমন এবং নেয়ামুল হাসান।

প্রতিযোগিতায় সংখ্যানুযায়ী যথাক্রমে প্রথম ৫ জনকে পুরস্কার প্রদান এবং পরবর্তী বিভিন্ন আয়োজনে তাদের অন্তর্ভুক্ত করা হবে। 

ওএফএ/এআরবি