প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

খুনের ৫২ শতাংশ মামলায় সব আসামি খালাস, কারণ কী

রাজনৈতিক প্রতিপক্ষের হামলা, পারিবারিক বিরোধ, শত্রুতা কিংবা ডাকাতি-ছিনতাই; কারণ যা-ই হোক না কেন, খুনের ঘটনায় করা ৫২ শতাংশ মামলায় আসামিরা খালাস পান। অন্যভাবে বলা যায়, দেশে খুনের ঘটনায় যত মামলা হয়, তার মধ্যে অর্ধেকের বেশি মামলায় শেষ পর্যন্ত আসামিদের কোনো সাজা হয় না।

কিছু ক্ষেত্রে খুনের মামলায় আসামিরা ধরা পড়ার পর হয়তো সাময়িকভাবে জেলে যান, কিন্তু বিচার শেষে খালাস পেয়ে যান তাঁরা। পুলিশের গবেষণাতেই এই তথ্য বেরিয়ে এসেছে।

আজকের পত্রিকা

ছুটি না নিয়েই লাপাত্তা ৯১ প্রাথমিক শিক্ষক

ছুটি না নিয়ে লাপাত্তা হয়েছেন সিলেটের ৯১ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছয়জন আবার ছুটি নিয়েও কর্মস্থলে ফেরেননি। পরে তাঁদের মধ্য থেকে ৬৮ জনকে বরখাস্ত করা হয়। বাকি ২৯ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা তদন্তাধীন রয়েছে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাপাত্তা হওয়ার এ তথ্য গত তিন বছরের। একই সময়ে চাকরি ছেড়েছেন ৯২ জন। খোঁজ নিয়ে জানা গেছে, লাপাত্তা হওয়া অধিকাংশই উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দিয়েছেন।

কালের কণ্ঠ

রেকর্ড খেলাপিতে নাজুক ব্যাংক

রেকর্ড খেলাপিতে ব্যাংক খাতের অবস্থা এখন বেশ নাজুক। হাসিনা সরকারের পতনের পর ঋণখেলাপির আসল চিত্র এখন বের হয়ে আসছে। এতে স্পষ্ট হয়ে উঠছে ব্যাংক খাতের প্রকৃত চেহারা। সর্বশেষ তথ্যে খেলাপি ঋণের অঙ্ক ছাড়িয়েছে ছয় লাখ ৬৭ হাজার কোটি টাকা বা মোট ঋণের ৩৩ শতাংশ।

দেশ রূপান্তর

এক পথেই ১২ বছরের দুর্ভোগ

সীমাহীন দুর্ভোগ আর অব্যবস্থাপনায় নির্মিত হচ্ছে ঢাকা বিআরটি। বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বেশিরভাগ অবকাঠামোর নির্মাণ শেষ হলেও দুর্ভোগ শেষ হচ্ছে না। মেয়াদ ও ব্যয় না বাড়িয়ে দুর্নীতির অনুসন্ধানসহ দুটি কমিটি করেছে সরকার। ফলে বিআরটির বাকি কাজ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কবে প্রকল্প শেষ হবে বা প্রকল্পের ভবিষ্যৎ কী, বলতে পারছে না কেউ।

বণিক বার্তা

যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার দেশ জাপান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো নিবিড় করতে দ্বিপক্ষীয় চুক্তি বা অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা চলছে আড়াই বছরের বেশি সময় ধরে। চলতি বছর চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে প্রস্তাবিত চুক্তির প্রতিশ্রুতি। বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, চূড়ান্ত পর্যায়ে থাকা ইপিএর দরকষাকষিতে শুল্ক সুবিধা আদায়ের কৌশল হিসেবে উল্লেখ করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে দেয়া শুল্ক সুবিধার বিষয়গুলো। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধার দাবি করা হচ্ছে জাপানের পক্ষ থেকে।

বণিক বার্তা

দেশে শিক্ষা ও শিক্ষকের মান দুটোই নিম্নমুখী

দেশের সামগ্রিক শিক্ষার মান ক্রমেই নিম্নমুখী হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিক সংস্কার না হওয়া, শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, বিদ্যমান পাঠ্যক্রম—সব মিলিয়ে শিক্ষার গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। পরীক্ষাভিত্তিক শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা মুখস্থনির্ভর পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়ছে, যা বাস্তব জীবনের জ্ঞান অর্জনে সহায়ক নয়। আবার অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকা, শ্রেণীকক্ষে অনিয়মিত পাঠদান এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার অভাবও মান অবনতির বড় কারণ বলে মনে করেন তারা।

দেশ রূপান্তর

উপেক্ষিত হতে পারে বিএনপির আপত্তিও

শুধু মত দেওয়া ও নেওয়ার জন্য বৈঠক আর দীর্ঘায়িত করতে চায় না জাতীয় ঐকমত্য কমিশন। বরং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের মধ্যকার ঐক্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাক্সিক্ষত ঐক্য শেষ পর্যন্ত না এলে ‘চাপিয়ে দেওয়া’র মতো সিদ্ধান্তও নিতে হতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। সে ক্ষেত্রে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তিগুলো আর আমলে নাও নেওয়া হতে পারে। কমিশনের একাধিক সূত্র দেশ রূপান্তরকে বলেছেন, এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দুটি সুপারিশ ও কমিশনের মতামতকে গুরুত্ব দিয়ে সনদ বাস্তবায়নে দিকনির্দেশনা দিয়ে আর বিলম্বিত না করে সমাধানে পৌঁছাতে চায় তারা।

কালের কণ্ঠ

মুখের কথায় গণহারে চাকরি ‘অযোগ্য’ হয়ে আন্দোলনে

যাঁরাই জীবনবৃত্তান্ত (সিভি) দিয়েছেন, কোনো পরীক্ষা ছাড়াই সবার চাকরি হয়েছে। বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়া এভাবে চাকরি পাওয়া কর্মী আট হাজারের বেশি। আরো অনিয়মের অভিযোগ রয়েছে। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রায় ১১ হাজার কর্মীকে অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়।

বণিক বার্তা

ভারত পাকিস্তান নেপালের চেয়ে বাংলাদেশে সুষম খাবারের ব্যয় বেশি

‘আগে দুপুরের খাবারে মাছ কিংবা ডিম আর সবজি থাকত, এখন শুধু ভাত আর আলু দিয়ে দিন চলে যায়’—বলছিলেন রংপুরের দিনমজুর আব্দুল মান্নান। বাজারে গিয়ে তিনি এখন আগের মতো সহজে ডিম বা মাছ কিনতে পারেন না। কারণ যে খাদ্যপণ্যের দাম ভারতে বা নেপালে তুলনামূলকভাবে সহনীয়, বাংলাদেশে তা নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে।

কালের কণ্ঠ

বড় পরিবর্তন আসছে প্রশাসনিক কাঠামোয়

জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় আনা হচ্ছে বড় পরিবর্তন। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গঠন করা হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)। বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে। এসইএসের অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সব পদ।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন: আসন ভাগে দর-কষাকষি

ঘোষিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর চার-সাড়ে চার মাস। ভোটে জিতে সরকার কীভাবে গড়া যায়, সেই হিসাব আর কৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলো। তবে দলগুলোর মধ্যে বড় ধরনের এপাশ-ওপাশ বা জোট গঠনের ইঙ্গিত এখনো মেলেনি। কিন্তু সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন নেতারা। কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেওয়া হবে, তা নিয়ে চলছে জোর দর-কষাকষি।

সমকাল

সরকারি চাকরিতে অস্থিরতার মূলে দশম গ্রেড

সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের বেশির ভাগের লক্ষ্য দশম গ্রেড। এটি নন-ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পদ। বিসিএস ক্যাডার সার্ভিসের চাকরি শুরু হয় নবম গ্রেড থেকে। 

১৯৯৫ সালে সরকার মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে। কিন্তু অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার একই পদ ও যোগ্যতার কর্মচারীদের এই গ্রেড দেওয়া হয়নি। মূলত এ নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা আন্দোলন করে আসছেন। এতে কেউ কেউ সফলও হয়েছেন। যেমন– নার্স, পুলিশের সাব-ইন্সপেক্টর; সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করা হয়। 

কালবেলা

মিটফোর্ডে ‘হাজী সেলিমের ভূত’

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল—শুধু রোগীর ভিড় আর ওষুধের গন্ধেই ভরা নয়, ভেতরে ভেতরে রাজনীতি, প্রভাব আর ক্ষমতার এক অদৃশ্য সাম্রাজ্য গড়ে উঠেছে বহুদিন ধরে। চতুর্থ শ্রেণির দুই কর্মচারী—মোজাফফর হোসেন বাবুল ও তার স্ত্রী নাছরিন আক্তার সেই সাম্রাজ্যের মুখ্য চরিত্র। পদবি তাদের ‘অফিস সহায়ক’; কিন্তু আচরণ, প্রভাব আর দাপট কর্তাদেরও ছাড়িয়ে যায়। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের নাম ভেসে থাকত তাদের প্রতিটি কর্মকাণ্ডের আড়ালে। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা—সবার কাছেই তারা পরিচিত ‘হাজী সেলিমের ভূত’ নামে। হাজী সেলিম না থাকলেও তার ভূত এখনো রয়েছে।

যুগান্তর

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ

দুর্নীতির সব রেকর্ড ছাড়িয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস (লা মেরিডিয়ান হোটেল)। ভুয়া কাগজপত্র বানিয়ে ব্যাংক ও শেয়ারবাজারসহ উভয় খাত থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানির মালিক বিতর্কিত ব্যবসায়ী আমিন আহমেদ টাকা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন। যেসব জালিয়াতি ও দুর্নীতি করেছে প্রতিষ্ঠানটি, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-জমির ভুয়া দলিল তৈরি করে সম্পদ বাড়িয়ে দেখানো, বিনিয়োগ কাঠামোর নামে প্রতারণা, নিরীক্ষা কোম্পানিগুলোর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত সম্পদ ও আয় দেখানো এবং শেয়ারের উচ্চ প্রিমিয়াম নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিনিয়োগকারীদের বিপদে ফেলা।

কালবেলা

বিদেশে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে

বাংলাদেশি শ্রমিকদের জন্য ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে বৈদেশিক কর্মসংস্থান। মালয়েশিয়ার পর প্রায় বন্ধ হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের শ্রমবাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা। এর কারণ হিসেবে জানা গেছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসগুলো সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে না পারা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা এবং অদক্ষতা, বেসরকারি এজেন্সিগুলোকে সঠিকভাবে কাজের সুযোগ না দেওয়া। এর বাইরে বাংলাদেশে সরকারের বিভিন্ন সংস্থা মানব পাচার ও অর্থ পাচার প্রতিরোধে যেসব মামলা করেছে, সেগুলোর গতি ও তদন্ত ঠিকভাবে না এগোনোয় আন্তর্জাতিক মানব পাচার সূচকে (টিআইপি) বাংলাদেশের অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে। মানব পাচারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ফলে শ্রমিক গ্রহণকারী দেশগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ হারাচ্ছে।

সমকাল

সড়কে ঝরে যাওয়া প্রাণের এক-চতুর্থাংশ নারী ও শিশু

চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৯৪৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ হাজার ৭৫ জন। নিহতদের মধ্যে ২৪ দশমিক ৫৮ শতাংশ নারী ও শিশু। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, সেপ্টেম্বরে সারাদেশে ৪৪৬ দুর্ঘটনায় মারা গেছেন ৪১৭ জন, যাদের মধ্যে নারী ৬৩ ও ৪৭ শিশু। আহত হয়েছেন ৬৮২ জন।