নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেকে মিলল যুবকের মরদেহ
রাজধানীর ধানমন্ডির সুধাসদনের পেছনের লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লেকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। ধানমন্ডি থানা পুলিশ পৌনে নয়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
বিজ্ঞাপন
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, ওমর ফারুক গত শুক্রবার অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার বাবা মাছের ব্যবসা করতেন, সেই কাজে মাঝেমধ্যে সহযোগিতা করত ওমর। দোকানে ঠিকমতো না বসায় বাবা বকাঝকা করেছিলেন বলে জানা গেছে।
এসএএ/এআইএস