শনির আখড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর শনির আখড়ায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি ওই ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। জাকির নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
রোববার (৫ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহতের সহকর্মী রুবেল জানান, আমরা দুজনেই আজ সকালে শনির আখড়া পলাশপুর একরা স্কুলের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ