কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে আহত মুদি ব্যবসায়ী মো. দিদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত দিদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ গ্রামের আমিন মিয়ার ছেলে।

দিদারের বড় ভাই আবদুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে একই এলাকার ফজলে মিয়া নামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে দোকানের পাশে দিদারকে গুলি করেন। গুলিটি তার পিঠে লাগে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে গত ১ অক্টোবর তাকে ঢামেকে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কুমিল্লায় গুলিবিদ্ধ ওই মুদি দোকানদার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

এসএএ/এআইএস