প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বিদ্যালয়ে যেনতেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক

রাজধানীর ১৯০ বছরের পুরোনো ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকদের বসার কক্ষে একজন শিক্ষকের সঙ্গে আলাপ চলছিল (১১ সেপ্টেম্বর)। তখন ক্লাস শেষ করে এলেন আরেকজন শিক্ষক। ওই শিক্ষক বললেন, তিনি একই সময়ে দুটি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। বাংলা ও কৃষিশিক্ষার। তবে তিনি হিসাববিজ্ঞানের শিক্ষক। শিক্ষকসংকটের কারণেই তাঁকে আরেক বিষয়ের ক্লাস নিতে হচ্ছে।

সমকাল

টিটিপিতে বাংলাদেশি তরুণদের যোগদান নিয়ে উদ্বেগ

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত হয় বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন (২২)। তার মৃত্যুর সংবাদটি গুরুত্ব দিয়ে প্রথম প্রকাশ করে একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। পরে বিষয়টি আলোচনায় আসে। 

কালের কণ্ঠ

গণভোটে মতৈক্য, সময়ে অনৈক্য

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বণিক বার্তা

জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য নেই সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে

জন্ম ও মৃত্যুর সনদ—মৌলিক নাগরিক তথ্যের মধ্যে অন্যতম, যা নিবন্ধনের মাধ্যমে নিতে হয়। দেশে এ কার্যক্রম শুরু হয় ২০০১ সালে। তবে দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছেই নেই নাগরিকদের জন্ম ও মৃত্যুর নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য। এমনকি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনসংখ্যা সংক্রান্ত তথ্যও প্রশ্নবিদ্ধ। অথচ জনমিতিক পরিসংখ্যানকে কেন্দ্র করেই নেয়া হয় দেশের প্রায় প্রতিটি আর্থসামাজিক কার্যক্রম।

কালের কণ্ঠ

অপরাধ-চাঁদাবাজি চরমে

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। বরং খুন, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অপরাধ ক্রমেই পরিস্থিতিকে আরো ভীতিকর করে তুলছে। তথ্য-উপাত্ত বলছে, শহর-নগর, বন্দর-গ্রাম সর্বত্র হত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি অপরাধ বেড়েছে। এর সঙ্গে থেমে নেই চাঁদাবাজিও।

বণিক বার্তা

আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর বেকারত্ব বেড়েছে

যেসব দেশ ১৯৮১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচিতে যুক্ত হয়েছে সেগুলোর কর্মসংস্থানের ওপর কী প্রভাব পড়েছে এ নিয়ে গবেষণা করেছেন দুই গ্রিক অর্থনীতিবিদ মাইকেল ক্লেটসস ও আন্দ্রেয়াস সিন্টোস। ওই গবেষণায় দেখা যায়, কঠোর শর্তযুক্ত এ ঋণ গ্রহণকারী দেশগুলোয় বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং শ্রমবাজারে অনিশ্চয়তা গভীরতর হয়েছে। আন্তর্জাতিক আর্থিক পরিসংখ্যান ও ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসের তথ্য বিশ্লেষণ করে গবেষক দুজন দেখিয়েছেন, আইএমএফের শর্তযুক্ত ঋণ কর্মসূচিতে অংশ নেয়া দেশগুলো বাজেট ঘাটতি কমানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ, শ্রমবাজার উদারীকরণ ও সরকারি ব্যয় সংকোচনের মতো শর্ত বাস্তবায়নের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ‘দি ইফেক্টস অব আইএমএফ কন্ডিশনাল প্রোগ্রাম অন দি আনএমপ্লয়মেন্ট রেট’ শীর্ষক এ গবেষণা প্রকাশ করে ইউরোপিয়ান জার্নাল অব পলিটিক্যাল ইকোনমি।

কালের কণ্ঠ

বাইক যখন মৃত্যুবাহন

রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়কে বড় ঝুঁকির বাহন মোটরবাইক (মোটরসাইকেল)। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, গত দেড় দশকে দেশে সরকারিভাবে নিবন্ধনের হিসাব আমলে নিলে এই বাহন বেড়েছে ছয় গুণ। নিবন্ধনের সঙ্গে পাল্লা দিয়ে এই বাহনে দুর্ঘটনাও বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশন ও বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) বাইক দুর্ঘটনায় এক হাজার ৮৩৯ জন নিহত হয়েছেন।

সমকাল

প্রবীণদের একাকিত্ব বাড়ছে, তৈরি হচ্ছে শারীরিক মানসিক চ্যালেঞ্জ

নিম্নবিত্ত পরিবারে মা-বাবার ভরণপোষণে সামর্থ্য থাকে না। মধ্যবিত্ত পরিবারে ছেলেমেয়ে বিয়ের পর আলাদা হয়ে যায়। অনেকের সন্তান বিদেশে চলে যায়। ফলে প্রবীণ ব্যক্তিদের একাকিত্ব বাড়ছে।

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার একাত্তর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজকের পত্রিকা

পুলিশের অভিযানে হামলা, বাড়াচ্ছে দুশ্চিন্তা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়মিত চেকপোস্টে গতকাল রোববার সকালে গাড়ি চেক করছিল পুলিশ। এ সময় বালুবোঝাই একটি ট্রাক আটক করা হলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান ট্রাকশ্রমিকেরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

কালবেলা

জনপ্রশাসন সচিব পাচ্ছে না সরকার!

কিছুদিন আগেও যে পদটি ছিল প্রশাসনের কর্মকর্তাদের শীর্ষ আকাঙ্ক্ষা, ক্ষমতা, প্রতিপত্তি আর প্রভাবের কেন্দ্রবিন্দু—জনপ্রশাসন সচিবের সেই পদটিই যেন এখন ‘হট সিট’ থেকে ‘কাঁটার সিংহাসন’ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের তিন নম্বর ক্ষমতাধর পদ হিসেবে পরিচিত পদটি গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাই। নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপ, বিভিন্ন মহলের তদবিরের চাপ, বদলি-পদোন্নতি ঘিরে বাণিজ্যের অভিযোগ এবং সর্বোপরি নিজ ‘ইমেজ সংকট’ ঝুঁকি বিবেচনায় এই আসনে বসতে এরই মধ্যে অস্বীকৃতি জানিয়েছেন অন্তত সাত সচিব। অথচ এক সময়ের অতি লোভনীয় এই পদ পাওয়ার জন্যই চলত কোটি টাকার খেলা, অদৃশ্য তদ্বির আর ক্ষমতার অলিন্দে দৌড়ঝাঁপ।

বিবিসি বাংলা

দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব- বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

যুগান্তর

আবাসন সংকটে দুস্থরা

দেশে নিম্ন-আয়ের দুস্থ মানুষ আবাসন সংকটে দিশেহারা। অনেকেই স্থায়ী আশ্রয়ের অভাবে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, শীতে কাঁপছে ঠাণ্ডায়। ফুটপাত বা ওভারব্রিজের নিচে পলিথিনের ঘরে দিন-রাত পার করছে। শহরে নিম্ন-আয়ের মানুষের আবাসনের জন্য নেওয়া প্রকল্পগুলো ধনীদের কবজায় চলে গেছে। ফলে শহরের বস্তি এলাকায় বসতি বাড়ছে। বিভিন্ন বস্তিতে বাস করছে ১৮ লাখ ৪৮৬ মানুষ। গ্রামে দরিদ্রদের জন্য নেওয়া প্রকল্পগুলো অংশগ্রহণমূলক না হওয়ায় তা সুফল বয়ে আনেনি। গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের পর এখনো শহর ও গ্রাম মিলে ৬০ লাখ দুস্থ পরিবার বাসস্থান ঘাটতিতে ভুগছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে ঘাটতি দাঁড়াবে ১ কোটি ৫ লাখ। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে দিনদিন দেশে উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি সম্পর্কে জানার পরও সরকারের পক্ষ থেকে নিম্ন-আয়ের মানুষের আবাসন নিশ্চিতে জাতীয় পর্যায় থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পরিসংখ্যান ব্যুরো, বিশ্বব্যাংকের প্রতিবেদন, বিভিন্ন গবেষণা ও জরিপ থেকে এসব তথ্য পাওয়া গেছে।