ছেলে আপনের খোঁজে পাগলপ্রায় মা
চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে আপন নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তার খোঁজে মা রুজিনা বেগন কাঁদতে কাঁদতে ছুটছেন এক জায়গা থেকে অন্য জায়গায়।
রুজিনাকে কাঁদতে দেখে আশপাশের মানুষ এগিয়ে আসেন। পরে তারা রুজিনাকে নিয়ে যান খুলশি থানায়। ছেলে হারানোর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জিডি সূত্রে জানা যায়, আপন তার মায়ের সঙ্গে খুলশির সিঅ্যান্ডবি কলোনির মুমিন সওদাগরের বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকত। গত রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে আপন হারিয়ে যায়। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা তিন ফুট ১০ ইঞ্চির মতো।
বিজ্ঞাপন
নজরুল ইসলাম নামের আপনের এক নিকটাত্মীয় বলেন, রুজিনা বেগম একেবারেই অসহায়। তার ছেলে আপন ছাড়া আর কেউ নেই। তিনি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে কোনোরকমে জীবন নির্বাহ করছেন। রোববার বিকেলেও কাজে গিয়েছিলেন, তখন আপন বাসায় একা ছিল। পরে বাসায় এসে ছেলেকে আর পাননি রুজিনা। আমরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাইনি। তাকে কেউ পেয়ে থাকলে আমার নম্বরে (০১৬১১-০১৬৯৯৪) যোগাযোগ করার অনুরোধ রইল।
আরএমএন/এসএসএইচ