লক্ষ্মীপুর-২ উপ নির্বাচনে থাকবে ২ বিচারিক ম্যাজিস্ট্রেট
লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপের দুটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির আইন শাখার উপসচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত ১৭ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্যা রিপেজেনটেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ৮৯- তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গত ১৬ জুন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের আগের দু’দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দু’দিন অর্থাৎ ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ২ জন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
পৌরসভা নির্বাচনের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ প্রজ্ঞাপন জারি করেছে। বিধিমালার বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) এবং বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধসমূহ আমলে নেওয়া এবং তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞাপন
ইউপি নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধিবিধান অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন এই পাঁচদিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসআর/এসএম