রেডিওথেরাপির করুণ দশা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
গণভোটে ঐকমত্য, তবে সেটা কখন তা নিয়ে বিএনপি–জামায়াতের ভিন্ন মত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে ঐকমত্য হয়েছে। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়।
বিজ্ঞাপন
তবে যেসব সংস্কার প্রস্তাবে কোনো কোনো দলের ভিন্নমত আছে, সেগুলোর কী হবে; গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে হবে, নাকি তার আগে হবে; গণভোটের আগে জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করা হবে কি না, এসব বিষয়ে এখনো রাজনৈতিক মতভিন্নতা রয়ে গেছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ
প্রবাসীদের কষ্টের টাকায়ও এবার করের খড়্গ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফ ঋণের কিস্তি ছাড়ের শর্ত হিসেবে বিদেশে শরীরের রক্ত পানি করা শ্রম আর ঘামে যে এক কোটি প্রবাসী দেশে টাকা পাঠান, ওই টাকা বা রেমিট্যান্সের ওপর এবার কর আরোপ করতে বলেছে। ফলে হুন্ডি কমিয়ে রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে এত দিন ধরে যে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিয়ে প্রবাসীদের উৎসাহিত করা হতো; সেখানে উল্টো কর আরোপ করার প্রস্তাব রীতিমতো আত্মঘাতী বলে মনে করছেন অনেকে। এ রকম একটি অজনপ্রিয় প্রস্তাবের পাশাপাশি রাজস্ব ঘাটতি মেটাতে লোকসানি ব্যবসায় আরো বেশি হারে কর বসানোরও শর্ত দিয়েছে সংস্থাটি।
বিবিসি
'ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নাই'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রায় দুই দশক পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মি. রহমান।
বণিক বার্তা
সংগীত, নৃত্য ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের লক্ষ্য বিসিএস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফা সমাপ্তি (ছদ্মনাম)। ২০১৫-১৬ সেশনে ভর্তির সুযোগ পেয়ে এ বিভাগ বেছে নেন তিনি। শুরু থেকেই নাটকে ভালো করছিলেন এ শিক্ষার্থী। বিভাগের প্রযোজনায় নাটকে অভিনয়ের মাধ্যমে শিক্ষক, সহপাঠী ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হন তিনি। গ্র্যাজুয়েশন শেষ হতে না হতেই শিল্পকলা একাডেমিতে নাট্যাঙ্গনের প্রথিতযশা শিল্পীদের সঙ্গেও এক মঞ্চে কাজের সৌভাগ্য হয় তার। তার সাফল্যে সহপাঠী ও শিক্ষকরা আশায় বুক বাঁধলেও হঠাৎই একদিন নাটক ছেড়ে দেন তিনি। শুরু করেন সরকারি চাকরির প্রস্তুতি। তবে নাটক ছাড়ার কারণ জানতে চাইলে কথা বলতে রাজি হননি নাম প্রকাশে অনিচ্ছুক নাট্যকলা বিভাগের সাবেক এ শিক্ষার্থী। শুধু তিনিই নন, নাট্যকলা বিভাগের অধিকাংশ শিক্ষার্থীই পেশাগত জীবনে নাট্যচর্চাকে বেছে নেন না। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, খুম কমসংখ্যক শিক্ষার্থী নাট্যচর্চা কিংবা অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। অধিকাংশের মূল লক্ষ্য থাকে বিসিএস। এছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির চেষ্টাও করেন তারা।
কালের কণ্ঠ
তিন জেলায় অ্যানথ্রাক্স আতঙ্ক
উত্তরের জেলাগুলোতে নতুন করে অ্যানথ্রাক্স আক্রান্তের খবর না পাওয়া গেলেও আতঙ্ক বিরাজমান। রংপুর বিভাগে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৭ জন রোগী। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি গ্রামেই ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এ ছাড়া রংপুরের পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়ায় শনাক্ত হয়েছে ১১ জনের।
প্রথম আলো
২৫০০ টাকা কেজিতে বিক্রি, শিয়ালের মাংস কি আসলেই বাত সারায়
দুলাল মাংস বিতান নামে একটি দোকানে শিয়ালের মাংস বিক্রি হচ্ছে—এমন খবর পেয়ে ৩ অক্টোবর অভিযান চালায় বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন বিভাগ। উদ্ধার করা হয় ১৫ কেজি শিয়ালের মাংস।
দুলাল মাংস বিতান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি পূর্ব বাজারে অবস্থিত। অভিযানকারীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা ছয়টি শিয়াল ধরেছিল। এর মধ্যে চারটিকে হত্যা করেছে। বাকি দুটি শিয়াল জীবিত উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।
বণিক বার্তা
বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল
বিশ্বের অন্যতম ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) উৎপাদক কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। যুক্তরাষ্ট্রভিত্তিক এ বহুজাতিক কোম্পানি বাংলাদেশে ব্যবসা শুরু করে ১৯৯৪ সালে। দীর্ঘ তিন দশকের এ ব্যবসায়িক যাত্রায় তারা বাংলাদেশের প্রাণ গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে দেশে কারখানাও স্থাপন করেছে। তবে এবার বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। এ পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে জিলেট ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে স্থানীয় পরিবেশকের সঙ্গে করা চুক্তি। প্রাণ গ্রুপের কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদনও বন্ধ। বৈশ্বিকভাবে ব্যবসা পুনর্গঠন ও কর্মী ছাঁটাই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি। তবে এ দেশে ব্যবসা পরিচালনা করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতাও বহুজাতিক এ কোম্পানির ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুগান্তর
রেডিওথেরাপির করুণ দশা
দেশে অন্তত ৩৮ ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন মানুষ। এর মধ্যে শ্বাসনালি, স্তন, মুখ, পাকস্থলী এবং জরায়ু মুখের ক্যানসারের রোগী বেশি। তবে বর্তমানে দেশের ক্যানসার রোগী কত তার সঠিক কোনো পরিসংখ্যান সরকারি বা বেসরকারিভাবে কোথাও নেই। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার রোগীদের মধ্যে অন্তত ৮০ শতাংশের জন্য রেডিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তাদের চিকিৎসার জন্য নেই অতি প্রয়োজনীয় মেশিনটি। প্রাপ্ত তথ্যে দেখা যায়, দেশে সরকারি হাসপাতালে মাত্র ১২টি রেডিওথেরাপি মেশিন আছে। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বলছে, বাংলাদেশে রোগী অনুপাতে কমপক্ষে ১৭০টি রেডিওথেরাপি মেশিন দরকার।
প্রথম আলো
পুরোনো প্রক্রিয়ায় নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স, কারা পেল
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের (টিভি) লাইসেন্স দিত, সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি টিভির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। চ্যানেল দুটির নাম ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।
নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন। এনসিপি গঠিত হওয়ার পর তিনি দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হন।
যুগান্তর
চুরি হচ্ছে লাখ লাখ লিটার তেল
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন বিভিন্ন জ্বালানি বিপণন কোম্পানির ডিপো থেকে নানা কৌশলে চুরি যাচ্ছে লাখ লাখ লিটার ডিজেল। ভাউজারে (তেলের লরি) বিশেষ চেম্বার বসিয়ে কার্যাদেশের অতিরিক্ত তেল ডিপো থেকে বের করে চোরাই পথে বিক্রি করা হচ্ছে। এভাবেই বছরের পর বছর চোরাই পথে সরকারি জ্বালানি তেল বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। আর এতে জড়িত আছেন তিন পক্ষের অসাধু ব্যক্তিরা। এরা হলো-ডিপোর কর্মকর্তা প্রেরক বা ডিপো ইনচার্জ, ডিজেল গ্রহণকারী প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা ও পরিবহণের চালক ও সহকারী। এ চক্রের একাধিক সদস্য এসব তথ্য যুগান্তরকে জানিয়েছেন।
কালবেলা
চার বছরে ২৫ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে একমি পেস্টিসাইডস
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড গত চার করবর্ষে সরবরাহকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের উৎসে কর পরিশোধ করেনি। তবে কর পরিশোধ না করলেও প্রতিষ্ঠানটিকে উৎসে কর প্রদানের সনদ ঠিকই দিয়ে আসছে কর অঞ্চল-১-এর একটি সিন্ডিকেট। এতে প্রায় ২৫ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। শুধু সরবরাহকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রেই নয়, সম্পদ কেনার ক্ষেত্রেও কোম্পানিটি উৎসে কর ফাঁকি দিয়েছে বলেও উঠে এসেছে প্রাথমিক তদন্তে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমকাল
গ্যাস এনেও উৎপাদন সাশ্রয়ী তবু বাড়ছে সার আমদানি
দেশে চাহিদা অনুযায়ী ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই সার উৎপাদনের মূল কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। গ্যাস সংকটে বছরের বেশির ভাগ সময় সার কারখানা বন্ধ রাখতে হয়। ফলে প্রতিবছর দেশে সার উৎপাদন কমছে। চাহিদা মেটাতে গিয়ে বাড়ছে আমদানি। এতে একদিকে সরকারকে বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হচ্ছে, অন্যদিকে ভর্তুকিও দিতে হচ্ছে। আমদানির ওপর নির্ভরতা কমাতে গ্যাস সরবরাহ বাড়িয়ে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি করতে চায় সরকার।