দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রাউজান সীমান্ত মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আবদুল হাকিম (৪৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের সাবেক নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। বিকেলে মদুনাঘাট ব্রিজের কাছে দুর্বৃত্তরা আবদুল হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি গাড়ি পড়ে থাকতে দেখা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
বিজ্ঞাপন
এমআর/এআইএস