বাহরাই‌নের স্বরাষ্ট্র, শ্রম ও আইন এবং বিচার ও ধর্ম মন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গত ‌সোমবার বাহরাইনের মন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠ‌কের তথ‌্য বুধবার (৮ অক্টোবর) দিবাগত রা‌তে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এক পো‌স্টে জা‌নি‌য়ে‌ছেন আসিফ নজরুল।

পো‌স্টে উপদেষ্টা জানান, ৭ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনের মন্ত্রীর সঙ্গে তিনটি দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন। 

এরা হচ্ছেন- স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা।

আসিফ নজরুল তার আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোকপাত করেন। তিনি বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান। বিশেষত বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিকেল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের জন্য প্রস্তাব রাখেন তি‌নি। 

তি‌নি পাশাপাশি অতিদ্রুত ফ্যামিলি ভিসা চালু করার অনুরোধ জানান। এ ছাড়া, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মতামত ব্যক্ত করেন। 

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানান। তারা প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন এবং বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনাপূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানান। 

বৈঠকে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপ‌স্থিত ছি‌লেন।

এনআই/বিআরইউ