চট্টগ্রামের মীরসরাইয়ে কয়েকটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পুলি সারেং বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে কী কারণে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মীরসরাই উপজেলা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। পরে সেই আগুন নির্বাপণ করা হয়।

আরএমএন/এমজে