উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে অবসরে পাঠাল সরকার
সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা মোতাবেক রাজশাহীর বাগমারায় কর্মরত উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা মোতাবেক রাজশাহীর বাগমারায় কর্মরত উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি পাবেন।
এমএম/এমজে