সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা মোতাবেক রাজশাহীর বাগমারায় কর্মরত উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা মোতাবেক রাজশাহীর বাগমারায় কর্মরত উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে।

তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি পাবেন।

এমএম/এমজে