চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী বিভাগের ক্লাসরুম থেকে চোরাইকৃত সরকারি মালামাল ও ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. লিয়াকত আলী (৩৫) ও সৈয়দ মাহবুবুল হক বাপ্পী (২৬)।

বুধবার (৮ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার মুন্সিপুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গাইনী বিভাগের প্রধান ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ৭ অক্টোবর দুপুরে ক্লাস শেষে রুমটি তালাবদ্ধ করে যান। পরদিন সকালে এসে দেখেন তালা ভাঙা, আর রুমের ভেতরের মনিটর, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও সরকারি ওষুধ নেই। বিষয়টি তিনি হাসপাতালের পরিচালক ও পুলিশকে জানান। পরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে— একটি সাউন্ড সিস্টেম, একটি ওয়্যারলেস মাইক্রোফোন রিসিভার, দুটি মাইক্রোফোন, একটি প্রজেক্টর, অ্যাডাপ্টার, ক্যাবল, মাউস, কিবোর্ডসহ বিভিন্ন সার্জিক্যাল ওষুধ ও সরঞ্জাম।

এমআর/এমজে