উদ্যোক্তা নিবন্ধীকরণ কমিটির সুপারিশ যাচাইয়ে রাজউকের কমিটি
উদ্যোক্তা নিবন্ধীকরণ কমিটির সুপারিশ পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন জানান, রাজউকের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) এর আওতায় উদ্যোক্তা নিবন্ধন, নিবন্ধন নবায়নের আবেদনসমূহের বিষয়ে ‘উদ্যোক্তা নিবন্ধীকরণ কমিটির’ সুপারিশ পুনরায় যাচাই-বাছাই করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজউক সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি)কে এবং সদস্য সচিব করা হয়েছে রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ ফাওজিয়া সাইমা দিশাকে। এ ছাড়া কমিটির একমাত্র সদস্য করা হয়েছে রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি) মো. সাইফুল ইসলামকে।
এএসএস/এসএসএইচ