সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রৈমাসিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় শিশু, আবৃত্তি, কিরাত, সংগীত, কিশোর ও থিয়েটার বিভাগে ২০০ জনেরও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে মোট ২৭ জন প্রতিযোগীকে বিজয়ী ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতা গানে (শিশু-ক বিভাগ) প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে সিদরাতুন মুনতাহা মালাসি, রানিয়া তাসনুভা, আরিশা মুসাররাত, মোবাশ্বিরা মাহবুব এবং রোহান আবদুল্লাহ। গান (শিশু-খ বিভাগ)-এর প্রথম পাঁচ স্থানে রয়েছেন যথাক্রমে মাহজুবা মুহান্নি ইজাফা, ফাতিন ইশরাক মাহিরা, এ এম ইশরাক শুহাইল, এম এম শাফিন হাসান এবং ফাহিম আবরার রাফি।

এছাড়া গানে (কিশোর বিভাগ) সেরা তিনজন হলেন তাইফুর ইসলাম, তালহা বিন শরীফ এবং ইশরাক শাহরিয়ার আর গান (সংগীত বিভাগ)-এ সেরা তিন স্থান অর্জন করেছেন যথাক্রমে এইচ এম আরমান, আরিফুর রহমান এবং সাইফুল্লাহ সাদী।

অন্যান্য বিভাগের মধ্যে আবৃত্তি বিষয়ে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন মোবাশ্বিরা মাহবুব, মাহদিয়া দিলশাদ, আব্দুল্লাহ আল সাবিত, সিদরাতুন মুনতাহা মালাসি এবং রুফাইদা তারান্নুম। ক্বিরাত বিষয়ে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে রাফিকুল ইসলাম সাইমুম, ওমর ফারুক এবং সাবিহা তাবাচ্ছুম আরিশা। অভিনয়ে (থিয়েটার) প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ইশরাক শাহরিয়ার, আফনান হাসান ফাহিম এবং ফুয়াদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান, এবিএম নোমান, উপস্থাপক ও আবৃত্তিকার আহসান হাবীব খান, রাজনীতিবিদ আমিনুল ইসলাম, পুথি ও জারি গানের শিল্পী শরীফ আব্দুল গোফরান প্রমুখ।

ওএফএ/এমএন