চট্টগ্রাম গাড়ির সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দুই ট্রাকচালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একপর্যায়ে ছুরিকাঘাতে ট্রাকচালক সজীব চন্দ্র নাথ নিহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরের সদরঘাট থানাধীন জেটি গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করেছে সদরঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, সদরঘাটের জিপিএইচের স্ক্র্যাপ বহনের উদ্দেশ্যে অপেক্ষায় থাকা হাক্কানী ট্রান্সপোর্টের দুই ড্রাইভারের মধ্যে গাড়ির সিরিয়াল নিয়ে হাতাহাতি হয়। একপর্যায়ে ড্রাইভার মো. ইউসুফ হোসেন বিজয় আরেক ড্রাইভার সজীব চন্দ্র নাথকে ছুরিকাঘাত করে।

চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. নুরু আল মাহমুদ বলেন, জেটি গেইট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ছুরিকাঘাতের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএমএন/এমএন