শিপইয়ার্ডে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু, আহত তিন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে কাজ করার সময় রিপন চাকমা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ জুন) মাদামবিবিরহাট এলাকায় মেসার্স এস এম করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
বিজ্ঞাপন
নিহত রিপন চাকমা (২৬) খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের পুত্র বলে জানা গেছে। আহতরা হলেন- সোহেল (২৯), রকেট হোসেন (২৪) ও মো. মিন্টু (৪১)।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ঢাকা পোস্টকে বলেন, পুরোনো জাহাজে গ্যাস দিয়ে কাটিং করার কাজ চলছিল। এসময় হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে পুরোনো জাহাজে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এসময় কাজ করা অবস্থায় ৪ শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। সেখানে রিপন চাকমাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএম/জেডএস