ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে রোববার (১২ অ‌ক্টোবর) থেকে নতুন এন্ট্রি ও এক্সিট পদ্ধতির আওতায় বাংলাদেশিরাও পড়বেন।

ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অফিস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানা‌নো হ‌য়ে‌ছে, ইইউর বাইরের নাগরিকদের জন্য জানা‌নো যা‌চ্ছে, বাংলাদেশিদের ম‌ধ্যেও যারা ইউরোপ ভ্রমণ কর‌বেন ১২ অক্টোবর থেকে প্রবেশ/প্রস্থান ব্যবস্থা ধীরে ধীরে রেকর্ড করবে। এ রেকর্ডে থাকবে ভ্রমণ নথি, ভ্রমণের তারিখ ও বায়োমেট্রিক তথ্য।

যারা ২৯টি ইউরোপীয় দেশে স্বল্প সময়ের জন্য ভ্রমণ করছেন তা‌দের জন্য এটি প্রযোজ্য হ‌বে।

জানা গে‌ছে, রোববার থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে এন্ট্রি ও এক্সিট পদ্ধতি কার্যকর শুরু হয়েছে। ফলে নন-ইইউ ভ্রমণকারী ও ব্রিটিশ পর্যটকরা যেভাবে ইইউ অঞ্চলে এন্ট্রি ও এক্সিট করত, তা বদলে যাবে।

এন্ট্রি এবং এক্সিট সিস্টেম (ইইএস) অনুযায়ী, নন-ইইউ ভ্রমণকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন- আঙুলের ছাপ ও মুখের ছবি প্রথমবার ইইউভুক্ত (শেনজেন অঞ্চল) ২৯টি দেশে প্রবেশ করার সময় নিবন্ধন করতে হবে। ওই অঞ্চলে সব ইউরোপীয় দেশ অন্তর্ভুক্ত, শুধু আয়ারল্যান্ড ও সাইপ্রাস বাদ। এছাড়াও আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন অন্তর্ভুক্ত রয়েছে।

এ নিয়ম প্রযোজ্য হবে ২৯টি ইউরোপীয় দেশে এবং শুধু নন-ইইউ ভ্রমণকারীদের জন্য। এ সিস্টেম পুরো ইউরোপে কার্যকর হবে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে।

এনআই/জেডএস