প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

এমভিএনও, ট্রিপল প্লে ও কোয়াড প্লে চালু করতে চায় বিটিসিএল, বাস্তবতা কী

এক সংযোগের মাধ্যমে টেলিযোগাযোগের একাধিক সেবা দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

সেবাগুলোর মধ্যে আছে মোবাইলে ভয়েস, ডেটা, উচ্চগতির ইন্টারনেট ও স্ট্রিমিং। বিটিসিএল এই সেবাগুলোকে নাগরিকের হাতের মুঠোয় আনতে চায়।

সমকাল

আবহাওয়ার পূর্বাভাস হয় জটিল ভাষায়, বোঝেন না কৃষক

একটা সময় ছিল, আকাশের রং, বাতাসের গতি আর পাখির ডাক দেখে বৃষ্টি আসবে কিনা তা বুঝে যেতেন চাষিরা। কিন্তু সময় বদলেছে, বদলেছে প্রকৃতিও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে। তবু চাষিদের জন্য নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য ব্যবস্থা গড়ে ওঠেনি।

প্রযুক্তির যুগেও কৃষক রয়ে গেছেন একা। আবহাওয়ার পূর্বাভাস হয় জটিল ভাষায়, নয়তো সাধারণের নাগালের বাইরে। এমন বাস্তবতায় আজ সোমবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। 

আজকের পত্রিকা

জুলাই সনদে এখনো অনিশ্চয়তা

দীর্ঘ সংলাপের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। ওই সনদে স্বাক্ষরের সম্ভাব্য দিনক্ষণও ঠিক হয়েছিল। কিন্তু বাস্তবায়ন নিয়ে এখনো এক জায়গায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় পিছিয়ে দেওয়া হয় তারিখ। দলগুলোর মতপার্থক্য দূর করতে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতেও কাটছে না সব দলের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা।

যুগান্তর

একদিনে সংসদ ও গণভোটের প্রস্তুতিতে লাগবে দেড় মাস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (রেফারেন্ডাম) একই দিনে আয়োজন করতে হলে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি নিতে অন্তত দেড় মাস সময়ের প্রয়োজন হবে। ওই সময়ের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৫ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনাসহ নির্বাচনি সামগ্রী কেনার প্রয়োজন হবে। জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আনুমানিক ৫০ হাজার ভোটকক্ষ বাড়াতে হবে। এজন্য নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা অন্তত দেড় লাখ বেড়ে যাবে।

আজকের পত্রিকা

বন্দরে মাশুল বৃদ্ধি: আমদানি-রপ্তানিতে নতুন চাপ

অর্থনীতি যখন টালমাটাল, ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে, ঠিক তখনই চট্টগ্রাম বন্দর বাড়িয়েছে মাশুল। ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন হার। এর আগে ১ সেপ্টেম্বর থেকেই ২১টি বেসরকারি কনটেইনার ডিপো বা অফডক বাড়িয়েছে নিজেদের চার্জ। শিপিং এজেন্টরা এখন সেই বাড়তি খরচ আমদানিকারকদের ওপর চাপিয়ে দিচ্ছে। ফলে বাজারে পণ্যমূল্য আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুগান্তর

চবি-রাবিতে জমজমাট প্রচার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। একদিন পর ভোট, প্রার্থী সমর্থককর্মী কারও দম ফেলার সময় নেই। সবাই ব্যস্ত শেষ সময়ের প্রচার নিয়ে। ক্যাম্পাসজুড়ে নানাভাবে চলছে প্রচার। হ্যান্ডবিল বিতরণ, প্রচারপত্র বিলি, গান, গম্ভীরা, নাটক এমনকি হলে হলে গিয়ে ভোট চাচ্ছেন। সবদিক মিলে ক্যাম্পাসজুড়ে জমে উঠেছে নির্বাচনি উৎসব। প্রার্থীর পাশাপাশি ব্যস্ত সাধারণ শিক্ষার্থীরাও। তাদের টেনশন ভোটের ফলাফল নিয়ে। নির্বাচনে কে হারে কে জিতে এটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। প্রার্থীর পক্ষে কোথাও প্রচারে ঘাটতি আছে কি না তা খুঁজে বের করতে ব্যস্ত কর্মী সমর্থকরা। সব প্রার্থী ভোটার কাছে টানতে মরিয়া। আগামী ১৫ অক্টোবর ভোট। এর ২৪ ঘণ্টা আগে বন্ধ হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর শুরু হবে ভোট দেওয়া এবং ফলের জন্য অপেক্ষা। তবে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ভোট গণনা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এতে ফলের জন্য দীর্ঘ প্রতিক্ষার তেমন প্রয়োজন হবে না। 

আজকের পত্রিকা

সীমান্ত দিয়ে আসছে অস্ত্র, উদ্বিগ্ন সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র ও কালোটাকা আসছে। এ নিয়ে উদ্বিগ্ন সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

প্রথম আলো

এবার চুনারুঘাটে চা-বাগানের ছড়া থেকে লুট হচ্ছে সিলিকা বালু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবুজ চা-বাগানের ভেতর ছড়িয়ে–ছিটিয়ে থাকা ছড়া থেকে প্রতিদিন রাতের আঁধারে অবৈধভাবে মূল্যবান সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ আছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা একাধিক সিন্ডিকেট এই প্রাকৃতিক সম্পদ লুট করে নিচ্ছে।

কালের কণ্ঠ

সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা, প্রশ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমসংক্রান্ত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ১৫ জন্য কর্মরত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা এখন দেশজুড়ে অন্যতম আলোচনার বিষয়। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল (বেসামরিক) আদালতে বিচারের সম্মুখীন করার ঘটনা বিরল।

কালের কণ্ঠ

এপ্রিল-জুন প্রান্তিকে এফডিআই কমেছে ৬১ শতাংশ

লুইজিয়ানাভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি চলতি বছরের ২৪ জানুয়ারি এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বছরে ২ কোটি ৫০ লাখ টন সক্ষমতার একটি এলএনজি টার্মিনাল স্থাপন করছে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে একটি অ-বাধ্যতামূলক চুক্তি (নন-বাইন্ডিং এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে, যার আওতায় বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে পারবে। যদিও আর্জেন্ট এলএনজি একটি গ্রীনফিল্ড প্রজেক্ট। এ প্রকল্প থেকে ২০৩০ সালের আগে কোনো গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গ্যাস বিষয়ক ওই চুক্তিতে বিডার নির্বাহী চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে ওই সময়েই প্রশ্ন উঠেছিল।

কালের কণ্ঠ

চাকু-ব্লেডে জিম্মি জনজীবন রাস্তায় ছিনতাই বাড়ছে

মধ্যরাতে জরুরি ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়েছিলেন শিক্ষার্থী আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। শনির আখড়া আন্ডারপাস পার হওয়ার সময় পড়লেন দুই ছিনতাইকারীর খপ্পরে। তারা দুটি দামি মোবাইল ফোনসহ  টাকা ছিনিয়ে নেয় তাঁর কাছ থেকে। ছুরিকাঘাতে আহত হন তিনি।

সমকাল

তিন ভাইরাসে কাবু শিশুরা

ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা– এই তিন ভাইরাসে আক্রান্ত শিশুর চাপ বেড়েছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। শয্যা না থাকায় অনেক শিশুকে ভর্তি না করেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। রোগগুলোর উপসর্গ প্রায় একই হওয়ায় বাড়ছে বিভ্রান্তি ও চিকিৎসা জটিলতা। 

বিবিসি বাংলা

ডোনাল্ড ট্রাম্প বললেন 'গাজায় যুদ্ধ শেষ'

ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় 'যুদ্ধ শেষ হয়েছে' এবং যুদ্ধবিরতি বহাল থাকবে। 

"যুদ্ধ সমাধানে আমিই ভালো। শান্তির জন্য আমি ভালো," সাংবাদিকদের বলেছেন তিনি।

ডয়চে ভেলে

দুর্গাপুরে গণধর্ষণ: ধৃত তিন, মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

পশ্চিমবঙ্গে ফের গণধর্ষণ। ২০২৪-এর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনার স্মৃতিকে উসকে দিয়ে এবার গণধর্ষণের শিকার দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। ঘটনায় কলেজের প্রাক্তন নিরাপত্তা কর্মীসহ গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।

ঘটনার পরে, রোববার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।