রাজধানীর মিরপুরের রুপনগরে সরদার ভবনের আর এন ফ্যাশন নামের একটি গার্মেন্টস ও পাশের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এ ঘটনায় দায়ী কারখানা মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে সংগঠনটি।

বুধবার (১৫ অক্টোবর) সংবাদ মাধ্যমে স্কপের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার ও আহসান হাবিব বুলবুলের পাঠানো সংবাদ বিবৃতিতে শোক ও দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী গতকাল ১৪ অক্টোবর বেলা ১১টার দিকে মিরপুরের রুপনগরে একটি চারতলা ভবনে আর এন ফ্যাশন নামে একটি গার্মেন্টসে এবং পাশের টিনশেড কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস রাত পর্যন্ত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৬টি পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে, যেগুলোর চেহারা এতটাই বিকৃত হয়ে যায় যে, সাধারণভাবে সেগুলো চিহ্নিত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে এখনো অনেক শ্রমিক পরিবারের সদস্যদের স্বজনদের খোঁজে বিলাপ করতে দেখা যাচ্ছে, যা থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত ওই গার্মেন্টস কারখানার ছাদের দরজা অগ্নিকাণ্ডের সময় তালাবদ্ধ ছিল, কারখানাটির ছিল না কোনো ফায়ার সার্টিফিকেট এবং নিহতদের বেশিরভাগই শিশু শ্রমিক। এতে প্রমাণিত হয়, অতিরিক্ত মুনাফার লোভে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার সুযোগে সম্পূর্ণ বেআইনিভাবে কারখানা পরিচালনা করা হচ্ছিল।

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাজরিন গার্মেন্টস, রানা প্লাজা, হাসেম ফুড, বি এম কন্টেইনার ডিপো, টঙ্গীর কেমিক্যাল গোডাউন ও রি-রোলিং মিলের মতো ঘটনায় বারবার প্রাণহানি ঘটলেও এখন পর্যন্ত কোনো মালিক বা দায়ী কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। দোষীদের শাস্তির নজির না থাকায় এ ধরনের মৃত্যু থেমে নেই, বরং বেড়েই চলছে।

তারা বলেন, অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও শ্রমিক সুরক্ষায় আইনি কাঠামো ও প্রয়োগে ঘাটতি, ট্রেড ইউনিয়নের স্বাধীন চর্চার অনুপস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের অবহেলা শ্রমিকদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলছে।

বিবৃতিতে দাবি জানিয়ে বলা হয়, নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ দিতে হবে; আহতদের জন্য পূর্ণ চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং কারখানা মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা বলেন, শ্রমিকের জীবনের মূল্য না থাকলে উন্নয়ন অর্থহীন। স্কপ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেছেন– স্কপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, মুজিবর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, কুদরতে খোদা, মাহবুবুল আলম, নুর মোহাম্মদ আকন্দ, বাদল খান, নুরুল ইসলাম খান নাসিম, নইমুল আহসান জুয়েল, সাকিল আক্তার চৌধুরী, রিপন চৌধুরী, শহিদুল্লাহ বাদল, ফয়েজ হোসেন, নুরুল আমিন, আবুল কালাম, রজত বিশ্বাস ও মুজিবর রহমান প্রমুখ।

এমএইচএন/এসএসএইচ