মিরপুরের অগ্নিকাণ্ডে ৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এই ৬ মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছিল।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান লস্কর বলেন, মিরপুরের ১৬ মরদেহের মধ্যে আজ সিরিয়াল নাম্বার ১,২,৫,৬,৮ ও ১৩ এই ৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখান থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে এবং পরবর্তীতে পরিবারের সঙ্গে ম্যাচ করলে মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ ছয়টি ঢাকা মেডিকেল কলেজের হিম ঘরে রাখা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যে ৬ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তারা হলেন- বরগুনার আমতলীর মো. আল মামুন (৩৮), গাইবান্ধা সদরের, মো. নূর আলম সরকার (২৩), ভোলার লালমোহন থানার নার্গিস আক্তার (১৮), বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রবিউল ইসলাম রবিন (২০), বরগুনার সদর থানার মাহিরা আক্তার (১৪) ও শেরপুর নালিতাবাড়ীর ছানোয়ার হোসেন (২২)।
এসএএ/বিআরইউ