প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা এখনো কাটেনি, কোন দল কী বলছে

বাস্তবায়নের উপায় নিয়ে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল সই করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আকস্মিক ‘অতি জরুরি’ বৈঠক ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগের অনড় অবস্থানই তুলে ধরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

যুগান্তর

১৭৩ টাকার তালা কেনা হয় ৫৫৯০ টাকায়

বাজারে একটি তালার দাম ১৭৩ টাকা; কিন্তু সেটি কেনা হয়েছে ৫ হাজার ৫৯০ টাকায়। ২৬০ টাকার বালতি কেনা হয়েছে ১ হাজার ৮৯০ টাকায়, ৬৫ টাকার বাঁশির জন্য দেওয়া হয়েছে ৪১৫ টাকা, আর ৯৮ টাকার ঝাড়ু কেনা হয়েছে ১ হাজার ৪৪০ টাকায়। পশ্চিম রেলের ২০১৮-১৯ অর্থবছরের কেনাকাটায় এমন ভয়াবহ দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দেশ রূপান্তর

স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির

জুলাই জাতীয় সনদন্ড২০২৫-এ স্বাক্ষর করবে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ ও গণফোরাম। সনদে থাকা সূচনা বক্তব্য, চার মূলনীতি ও অঙ্গীকারনামাসহ একাধিক সংস্কারে আপত্তি তুলে ধরে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা। তবে নির্বাচনের স্বার্থে সনদ স্বাক্ষরে ‘সম্মত’ হয়েছে বিএনপি। আর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো দ্বিধায় রয়েছে।

সমকাল

রাজধানীর বাসাবাড়িতে সাপের উপদ্রব, বেশি পদ্মগোখরা

ঢাকার উত্তরার একটি বহুতল ভবনের পঞ্চম তলা। ভোররাতে ঘুম ভাঙতেই পরিবারের এক সদস্য দেখলেন, বিছানার পাশে প্যাঁচানো অবস্থায় একটি সাপ। আতঙ্কে চিৎকার করে ওঠেন পরিবারের সবাই। পরে মোবাইল ফোনে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জানানো হয়। কয়েক ঘণ্টার মধ্যে সংস্থাটির রেসকিউ টিম এসে খৈয়া গোখরা সাপটি উদ্ধার করে।

দেশ রূপান্তর

১৫ বছরে গবেষণা শূন্য

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে নবায়নযোগ্য জ¦ালানির গবেষণা ও উন্নয়নের জন্য নতুন একটি পরিদপ্তর চালু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু ওই সময়ে ন্যূনতম গবেষণার কাজও হয়নি। গত ১৫ বছরে প্রতিষ্ঠানটির নিজস্ব নবায়নযোগ্য জ¦ালানিভিত্তিক বিদ্যুৎসক্ষমতা হয়েছে মাত্র ১১ মেগাওয়াটপিক। অথচ এ সময়ে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল।

প্রথম আলো

মেট্রোরেলের স্থায়ী কার্ডের সংকট কাটবে কবে

এক মাস ধরে মেট্রোরেলের একটি স্থায়ী কার্ড কেনার চেষ্টা করে যাচ্ছেন ঢাকার দক্ষিণখানের বাসিন্দা হেলেনা জাহিদ। উত্তরা উত্তর স্টেশনে কয়েকবার গিয়েও বিফল হয়ে ফিরতে হয়েছে। শেষে হালই ছেড় দিয়েছেন তিনি।

প্রায়ই গোপীবাগে যেতে হয় হেলেনা জাহিদকে। তিনি প্রথম আলোকে বলেন, উত্তরা থেকে মেট্রোরেলে খুব সহজে মতিঝিল নেমে গোপীবাগে যাওয়া যায়। স্থায়ী কার্ড না থাকায় এখন একক যাত্রার কার্ড দিয়ে যাতায়াত করেন। এ জন্য প্রতিবারই লাইনে দাঁড়িয়ে কার্ড কিনতে হয়। এতে সময়ও বেশি লাগে, খরচও বাড়ে।

সমকাল

ইট-পাথরের দখলে শস্যভান্ডার ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা

দিনাজপুরের মাতাসাগর এলাকায় এখন চোখে পড়ে সারি সারি প্লট ও বিক্রির সাইনবোর্ড। দুই বছর আগেও এই ফসলের মাঠে ছিল ধান, ভুট্টা, টমেটো, সবজি, ফলগাছ। এখন সে সবুজ ভূমিতে জায়গা করে নিয়েছে কংক্রিটের দেয়াল। কোথাও মাটি ভরাট চলছে, কোথাও আবার উঠছে নতুন বাড়ি। শুধু মাতাসাগরই নয়, জেলা শহরের রাজারামপুর, কাটাপাড়া, নয়নপুর, মেডিকেল মোড়, সুখসাগর ও কসবা– সব জায়গায় একই চিত্র। সড়কের দুই পাশে একসময় বিস্তৃত ছিল উর্বর কৃষিজমি। সেই জমিতে এখন গড়ে উঠছে আবাসিক প্রকল্প। জমির শ্রেণি পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই চলছে এসব নির্মাণকাজ।

আজকের পত্রিকা

রেলের কেনাকাটায় অনিয়ম, এক পর্দার দামই ৮৮,৮২৬

পশ্চিমাঞ্চল রেলওয়ে অফিস ৫০টি ভিআইপি পর্দা কিনতে ৪৪ লাখ ৪১ হাজার ৩০০ টাকা খরচ দেখিয়েছে। সেই হিসাবে একটি পর্দার দাম পড়েছে ৮৮ হাজার ৮২৬ টাকা। শুধু তাই নয়, বাজারে একটি তালার দাম ১৭৩ টাকা; অথচ সেটি কেনা হয়েছে ৫ হাজার ৫৯০ টাকায়। তেমনি ২৬০ টাকার বালতি ১ হাজার ৮৯০ এবং ৯৮ টাকার ঝাড়ু ১ হাজার ৪৪০ টাকায় কেনা হয়েছে।

কালের কণ্ঠ

শান্তি রক্ষা মিশন থেকে পুলিশের কন্টিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ১৮০ সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাঁরা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন।

কালবেলা

ডিলার-রোহিঙ্গা চক্রে সারপাচার

কক্সবাজার জেলার সীমান্তপথ দিয়ে মায়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে ইউরিয়া সার উদ্বেগজনক হারে পাচার করা হচ্ছে। দুই সপ্তাহের ব্যবধানে উখিয়ায় দুই ডিলারের গুদাম থেকে স্থানীয় প্রশাসনের অভিযানে উদ্ধার করা হয়েছে ৬০৭ বস্তা সার। এসব সার মায়ানমারে পাচারের জন্য রাখা হয়েছিল। এভাবে সরকারের বরাদ্দ করা সার মায়ানমারে পাচার হওয়ায় স্থানীয় বাজারে সারের তীব্র সংকট দেখা দিচ্ছে।

বণিক বার্তা

কক্সবাজারে গৃহায়ন কর্তৃপক্ষের আবাসন ফ্ল্যাটে চলছে হোটেল ব্যবসা

কক্সবাজারে স্থানীয়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা দিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) ২০২০ সালে ৪৬৯টি ফ্ল্যাট নির্মাণ করে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল নিম্ন ও মধ্য আয়ের মানুষকে নিরাপদ ও টেকসই আবাসন সুবিধা দেয়া। তবে নির্মিত ফ্ল্যাটগুলোর ৫২ শতাংশই সরকারি কর্মকর্তা, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী এবং সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া হয়। সরকারি অর্থায়নে নির্মিত এসব ফ্ল্যাটের বড় অংশই এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। নিজেরা বসবাস না করে পর্যটকদের জন্য সেগুলো উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন বরাদ্দপ্রাপ্তরা।

কালবেলা

পুলিশের শান্তিরক্ষা মিশন মাঝপথে বাতিল

জাতিসংঘ মাঝপথে বাতিল করেছে বাংলাদেশ পুলিশের একটি সম্পূর্ণ শান্তিরক্ষী কন্টিনজেন্টের মিশন। মাত্র এক মাস ২০ দিন আগে কঙ্গোর শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া ১৮০ জন সদস্যের পুরো দলকে ফেরত আনতে পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে। অন্যান্য দেশের কন্টিনজেন্ট থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ সদস্য কমানো হলেও বাংলাদেশের পুরো দলকেই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। দলগতভাবে কঙ্গোতে অবস্থান করা পুলিশের একমাত্র এ মিশন ‘রক্ষা’ করতে না পারার পেছনে কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন বাহিনীটির সংশ্লিষ্ট সদস্যরা। গতকাল বুধবার থেকে জাতিসংঘ কঙ্গোতে বাংলাদেশের পুলিশ মিশনকে ‘অকার্যকর’ ঘোষণা করেছে। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দায়িত্বশীলরা জানিয়েছেন, জাতিসংঘ তহবিল সংকটের কারণে মিশন বাতিলের সিদ্ধান্ত জানালেও পুরো দলটি দেশে ফেরার আগ পর্যন্ত ওই মিশনটি রক্ষার চেষ্টা চলছে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

বণিক বার্তা

ময়মনসিংহে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র-পাইপলাইন হচ্ছে ২৭০০ কোটি টাকা ব্যয়ে

ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণে শম্ভুগঞ্জে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ২১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। লক্ষ্য ছিল বৃহত্তর অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা। কিন্তু গ্যাস সংকটের কারণে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বর্তমানে (প্লান্ট ফ্যাক্টর) ১৫ শতাংশে নেমে এসেছে। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে গ্যাস সংকটের কারণে। গ্যাস সংকটের এ পরিস্থিতির মধ্যেই শম্ভুগঞ্জে গ্যাসভিত্তিক আরো একটি ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দুটি প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২ হাজার ৭২৯ কোটি টাকার বেশি। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এ দুই প্রকল্পে প্রয়োজনীয় গ্যাস দেয়া না গেলে এগুলোর সাফল্য হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

বিবিসি

ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বাংলাদেশে স্বর্ণের দাম বেশি, এত বাড়ার কারণ কী?

স্বর্ণের দাম সব দেশেই বাড়ছে; তবে পাশের দেশ ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় দাম বেশি বাংলাদেশে। দুই বছরের ব্যবধানে বাংলাদেশে এই ধাতুর মূল্য বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

প্রশ্ন তৈরি হয়েছে- স্বর্ণের বাজারে অস্থিরতার কারণ কী? এর দাম কি কমতে পারে, নাকি আরো বাড়বে? অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে স্বর্ণের দামে তফাৎ কতটা?