বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিভাগীয় অফিস গুটিয়ে নিচ্ছে সরকার
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিভাগীয় অফিস গুটিয়ে নেওয়ার আদেশ দিয়েছে সরকার। অফিসগুলোকে সমস্ত দায়-দেনা, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বিল, অফিস ভাড়া পরিশোধের জন্যও বলা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মুখলেছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বিডার সব বিভাগীয় কার্যালয় ৩০ অক্টোবরের মধ্যে মালামালের একটি বিস্তারিত বিবরণমূলক তালিকা (ইনভেন্টরি) তৈরি করবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের মালামালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ১ নভেম্বর থেকে বিডার সব বিভাগীয় কার্যালয়ের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবা প্রধান কার্যালয় থেকে দেওয়া হবে। ৩০ নভেম্বরের মধ্যে কার্যালয়ের সব নথি সুবিন্যস্ত তালিকাসহ প্রধান কার্যালয়ে পাঠাবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রযোজ্যতা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের সমস্ত দায়-দেনা, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বিল, অফিস ভাড়া পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে।
একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর বিডার বিভাগীয় কার্যালয়গুলো বিলুপ্ত হবে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
আরএমএন/বিআরইউ