পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করলেন হাইকমিশনার মঞ্জুরুল করিম
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার কাছে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন দেশটিতে নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
শুক্রবার (১৭ অক্টোবর) মালয়েশিয়ার প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন হাইকমিশনার।
বিজ্ঞাপন
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, সাক্ষাতে প্রধান প্রোটোকল কর্মকর্তা হাইকমিশনারকে আন্তরিক স্বাগত জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে হাইকমিশনার উইসমা পুত্রাজায়া অবস্থিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
এনআই/বিআরইউ