রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের একটি বহুতল ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন’ ও ‘ট্রাফিক ডিভিশনের’ জন্য পুলিশ ব্যারাকের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের আবাসনের জন্য এই ব্যারাক শুভ উদ্বোধন করা হয়।  

ভবনে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের প্রায় ৭০০ জন পুলিশ সদস্যদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ডিএমপির ফোর্সের আবাসনের অসুবিধা কিছুটা লাঘব হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের নতুন ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন যার ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মনোবল চাঙা থাকবে।

তিনি আরও বলেন, আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সাথে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান প্রমুখ।

এএসএস/বিআরইউ