শাহজালালের কার্গো ভিলেজের আগুন বিকেলের মধ্যে সম্পূর্ণ নির্বাপণের আশা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন বিকেল চারটা নাগাদ সম্পূর্ণ নির্বাপণ করা সম্পন্ন হবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টা ২৮ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলে সংযুক্ত থাকা অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো.শাহজাহান শিকদার।
বিজ্ঞাপন
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় বর্তমানে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট সকাল থেকে নিয়োজিক আছে। আজ বিকেল ৪টার মধ্যে অগ্নিনির্বাপণ সম্পন্ন করার আশা করা যাচ্ছে।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
ওইদিন রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। রোববার সকালেও সেখান থেকে ধোঁয়া নির্গত হয়।
এমএসি/জেডএস