প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আরও সময় নিতে চেয়েছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের পত্রিকা

নির্বাচনের প্রস্তুতি: দলগুলোর দাবির চাপে সরকার

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময়, প্রশাসন দলীয়করণসহ কয়েকটি বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে দেশের বড় দুই দল বিএনপি, জামায়াত এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি। নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের দাবিদাওয়া জানিয়েছে দল তিনটি। এসব দাবি পূরণে ভারসাম্য রেখে কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে, তা নিয়ে চাপে পড়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

আজকের পত্রিকা

সুদের খেলায় অচল রপ্তানি সহায়তা

ব্যাংকগুলোর সুদ-স্বার্থ কৌশলের নীরব ফাঁদে পড়েছে রপ্তানি খাতের জন্য গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক্-অর্থায়ন তহবিল (ইএফপিএ)।

২০২৩ সালের শুরুতে সরকার ও বাংলাদেশ ব্যাংক এই তহবিল তৈরি করেছিল রপ্তানিকারকদের স্বল্প সুদে মূলধন জোগাতে, যাতে বৈশ্বিক মন্দা ও বৈদেশিক মুদ্রার সংকটেও উৎপাদন অব্যাহত থাকে। কিন্তু দুই বছর পেরোতেই এই তহবিলের সাড়ে ছয় হাজার কোটি টাকা এখন পড়ে আছে অচল অবস্থায়, যা ব্যাংকের খাতায় জমে থাকা এক নিষ্ক্রিয় অঙ্কে পরিণত হয়েছে।

প্রথম আলো

নিজ দেশে জলবায়ু বিপর্যয়ে নিউইয়র্কে ঠাঁই, সেখানেও বিতাড়নের ভয়

গ্রিসেলদাকে জীবনে বড় সিদ্ধান্তটি নিতে হয়েছিল ২০১৮ সালে। তাঁর বাড়ি ছিল গুয়াতেমালার কুয়েতজালতেনাঙ্গো শহরের কাছে এক পাহাড়ি এলাকায়। বছরের পর বছর ধরে মাটির ঘরে বৃষ্টির পানি ঢোকা ঠেকাতে পারেননি তিনি। গ্রিসেলদার দুর্দশা আরও বাড়িয়েছিল খরা। ফলে ২০১৮ সালে জন্মভূমি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

আজকের পত্রিকা

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

১৯ অক্টোবর নয়াদিল্লি ছিল বেশ সতর্ক অবস্থায়। সেদিন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। হাতে ছিল প্ল্যাকার্ড, জ্বালানো হয়েছিল মশাল। তাঁদের দাবি—তিস্তা নদী মাস্টারপ্ল্যান অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তাঁরা মনে করেন, এই প্রকল্প বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটাবে।

প্রথম আলো

পুলিশ কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া নিয়ে শঙ্কা

পুলিশে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয় মূলত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ঘিরে। এই তিন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপের প্রভাব পড়ে পুলিশের অন্যান্য কার্যক্রমেও। এ অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকরী স্বায়ত্তশাসন (ফাংশনাল অটোনমি) দাবি করে আসছিল পুলিশ। তবে এই দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে।

সমকাল

কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকায় জামায়াতের আপত্তি

বিএনপি, এনসিপির পর জামায়াতে ইসলামীও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত অভিযোগ করেছে, কয়েকজন উপদেষ্টা ঝুঁকে রয়েছেন দলটির দিকে। পাশাপাশি প্রশাসনের ৭০-৮০ ভাগ একটি বিশেষ দলের দখলে চলে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য দলের প্রতি অনুগত এই কর্মকর্তাদের সরাতে সরকারপ্রধানের কাছে দাবি জানিয়েছেন জামায়াতের নেতারা।

প্রথম আলো

অর্থ আত্মসাতে ‘আওয়ামী লীগ-বিএনপি’ জোট

রাজধানীর আগারগাঁও বাজার বণিক সমবায় সমিতির বৈদ্যুতিক সংযোগের হিসাব নম্বর-১৭০০৪৯৯০ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে ১৬ লাখ ৫৯ হাজার ৮২৭ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে।

কিন্তু সমিতির ব্যবস্থাপনা কমিটি ওই অর্থবছরে বিদ্যুৎ বিল বাবদ ১৮ লাখ ৫৬ হাজার ৩৭৯ টাকা ব্যয় দেখিয়েছে। যা প্রকৃত পরিশোধের চেয়ে প্রায় দুই লাখ টাকা বেশি। সমিতির সদস্যদের অভিযোগ, অতিরিক্ত বিল দেখিয়ে কমিটির নেতারা ওই টাকা আত্মসাৎ করেছেন।

সমকাল

পরিকল্পনার অভাবে স্থবির ওষুধের কাঁচামাল শিল্প

প্রয়োজনীয় ওষুধের ৯৭ শতাংশই উৎপাদিত হয় দেশে। এ বিশাল উৎপাদন সক্ষমতার পেছনে যে কাঁচামাল প্রয়োজন, তার প্রায় ৯০ শতাংশই আমদানি করতে হচ্ছে ভারত ও চীন থেকে। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচামালের ক্ষেত্রে এ ধরনের পরনির্ভরতা কেবল অর্থনৈতিক নয়; বরং জাতীয় নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ।

বণিক বার্তা

বাংলাদেশে সাইবার হামলা, এক-চতুর্থাংশই হয় চীন থেকে

দেশের ব্যাংক খাতে প্রতিদিন গড়ে চারশর বেশি সাইবার হামলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হওয়া এসব হামলার বড় অংশই আসছে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণা বলছে, বাংলাদেশের ব্যাংক খাতে যে সাইবার হামলা হয়, তার অর্ধেকের উৎস এ তিনটি দেশ। এর মধ্যে কেবল চীন থেকেই হচ্ছে এক-চতুর্থাংশ হামলা। ‘সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ: সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার’ শীর্ষক উপস্থাপনায় এসব তথ্য তুলে ধরা হয়।

দেশ রূপান্তর

থাকছে না বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স কর্তৃত্ব

ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বর্তমানে এ লাইসেন্স ইস্যু করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটির বিরুদ্ধে চরম অদক্ষতার অভিযোগ রয়েছে। তাছাড়া লাইসেন্স পেতে ঘুষ ও হয়রানির শিকার হতে হয় সংশ্লিষ্টদের। এ অবস্থায় বিআরটিএর কাছ থেকে এ দায়িত্ব কেড়ে নিয়ে দেওয়া হবে সেনাবাহিনী ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষণ কেন্দ্রকে। এ ছাড়া সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকেও এ প্রশিক্ষণ নেওয়া যাবে। যেসব প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেবে তারাই লাইসেন্স ইস্যু করবে। লাইসেন্স পেতে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে, যা বাধ্যতামূলক।

বণিক বার্তা

এক দশকের মধ্যে দেশে দৈনিক সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চলতি বছর

২০১৬ সাল থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছর দেশে প্রতিদিন গড়ে ১০টি করে হত্যা মামলা নথিভুক্ত হতো। ২০২১ সালে এ সংখ্যা নেমে আসে নয়টিতে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যেও ২০২৪ সালে প্রতিদিনি গড়ে সারা দেশে প্রতিদিন নয়টি করে হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। তবে চলতি বছর এ সংখ্যার ব্যাপক পরিবর্তন এসেছে। এ বছরের প্রথম নয় মাসে প্রতিদিন গড়ে প্রায় ১১টি করে হত্যা মামলা হয়েছে। পুলিশের হিসাবে এক দশকের মধ্যে দৈনিক সবচেয়ে বেশি হত্যাকাণ্ডে মামলা দায়ের হয়েছে চলতি বছর। তবে পুলিশ সদর দপ্তর বলছে, বিগত সময়ে কিছু হত্যা মামলা এ বছর নথিভুক্ত হয়েছে। এটি মামলার সংখ্যা বেড়ে যাওয়ার বড় একটি কারণ।

কালের কণ্ঠ

দেশের ৬৪% রেলপথই নড়বড়ে

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলে প্রায় ৬৪ শতাংশ রেলপথ রক্ষণাবেক্ষণের অভাবে ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন প্রকল্পে জোর দিলেও এসব রেলপথ রক্ষণাবেক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের নজর কম। বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা, অপারেশন ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় দশকে রেলে এক লাখ ২৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও জরাজীর্ণ রেলপথ ও রেল সেতু তেমনভাবে মেরামত করা হয়নি।

দেশ রূপান্তর

অভয়ারণ্যে ‘নির্ভয়ে’ অনাচার

বন বিভাগের নির্দেশনাকে অগ্রাহ্য করে পটুয়াখালীর সোনারচরে গরু-মহিষ চরানোর অনুমতি দেওয়া হয়েছে। মাছের অভয়াশ্রমে জোয়ার-ভাটার প্রবাহমান খাল-নালায় জেলেদের মাছ ধরার সুযোগ দেওয়া হয়েছে। সোনারচর বিট অফিসার ফজলু মল্লিক এবং চরমোন্তাজ রেঞ্জ অফিসার আবুল কালাম আযাদ এর মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু কেওড়া গাছের ফল বিক্রি করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন রেঞ্জ অফিসার আবুল কালাম আযাদ। এ সব বিষয়ে জেলা বন বিভাগ অবগত থাকলেও অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগ রয়েছে, জেলা বন বিভাগের কিছু কর্মকর্তাও এই অবৈধ আয়ের ভাগ পান।

কালের কণ্ঠ

ত্রয়োদশ সংশোধনী ফিরলেও তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই

ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি সর্বোচ্চ আদালত বাতিল করেন, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হয়ে যাবে কি না, নাকি রায়ের ভিত্তিতে সংসদে আইন পাস করতে হবে? যদি তা করতে হয়, তবে সংসদের ক্ষমতাকে খর্ব করা হবে কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

যুগান্তর

পদ্মায় দেখা মিলল বিলুপ্ত মিঠা পানির কুমিরের

রাজশাহীর পদ্মায় ছোট-বড় একাধিক কুমিরের দেখা মিলেছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক একটি কুমিরের ছবি তুলেছেন এক দম্পতি। আর ছোট একাধিক কুমির দেখেছেন নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা। তারা অবশ্য ছবি তুলতে পারেননি। এ অবস্থায় নদীতে গোসল করা থেকে বিরত থাকতে এলাকায় মাইকিংসহ নানা নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

কালবেলা

প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ক্রীড়া মন্ত্রণালয়

দেশের তরুণ প্রজন্মকে আরও দক্ষ, সচেতন ও আত্মনির্ভরশীল করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় প্রতিরক্ষা ও নাগরিক আত্মরক্ষার সক্ষমতা জোরদারে প্রাথমিকভাবে ৮ হাজার ৮৫০ তরুণ-তরুণীকে কারাতে-আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগান্তর

মাউশির মহাপরিচালক হতে বিতর্কিতদের দৌড়ঝাঁপ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ সামনে রেখে চলছে বিতর্কিত কর্মকর্তাদের তদবির ও দৌড়ঝাঁপ। কে কাকে ডিঙিয়ে পদটি কবজায় নিতে পারেন-চলছে সেই প্রতিযোগিতা। শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পেতে তদবির করা একাধিক কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অনিয়ম-দুর্নীতি, পদোন্নতি ও বদলি বাণিজ্যের অভিযোগ। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়ের একটি চক্র পদটিতে নিজেদের লোক বসাতে দেনদরবার শুরু করেছে। তদবিরকারীদের মধ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে এগিয়ে আছেন মাউশির এক পরিচালক। এর আগেও কোটি টাকা ঘুস দিয়ে এনসিটিবির চেয়ারম্যান হতে চেয়ে আলোচনায় এসেছিলেন এই কর্মকর্তা। এর পরের অবস্থানে তদবিরে এগিয়ে আছেন মাউশির মাধ্যমিক শাখার আরেক পরিচালক। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিবিসি বাংলা

কক্সবাজার বিমানবন্দরে কবে থেকে আন্তর্জাতিক ফ্লাইট, কোন বিমান চলবে?

সমুদ্র থেকে শুরু হওয়া রানওয়ের জন্য আলোচিত কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। তবে কবে ও কোন আন্তর্জাতিক গন্তব্যে সেখান থেকে উড়োজাহাজ চলাচল শুরু হবে তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরুর একটি আলোচনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বিমান।

ডয়চে ভেলে

সংবাদমাধ্যমে যৌন হয়রানির অভিযোগ ও বিচারহীনতা

বাংলাদেশে যৌন হয়রানির অভিযোগ করে বিচার পাওয়া নারী কর্মীর সংখ্যা শূন্য। অর্থাৎ, একটি ঘটনারও বিচার হয়নি। অথচ এমন অভিযোগ তদন্তের জন্য হাইকোর্টের সুস্পষ্ট রায় রয়েছে। কিন্তু কেউ মানছে না সেই আদেশ। আইন প্রয়োগেরও নেই কোনো উদ্যোগ।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল এ প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, “গণমাধ্যম তো সমাজের বাইরের কিছু না। গোটা দেশেই যেখানে সুশাসনের অভাব রয়েছে, সেখানে গণমাধ্যমের কাছ থেকে পৃথক কিছু আশা করতে পারি না। দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন গণমাধ্যমেও পরিবর্তন আসবে। আদালত থেকে সিদ্ধান্ত এলে সেটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। কিন্তু কোনো সরকারই গণমাধ্যমে যৌন নিপীড়নের বিষয়ে কমিটি গঠন করতে আদালতের আদেশ বাস্তবায়নের পথে হাটেনি। এখনও পরিস্থিতির পরিবর্তন হয়নি।”
দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক ও সম্পাদক পরিষদের সহ-সভাপতি শামসুল হক জাহিদ ডয়চে ভেলেকে বলেন, “আদালতের যে আদেশ রয়েছে, সেটা বাস্তবায়নে প্রেস কাউন্সিল ভূমিকা নিতে পারে। কিন্তু দুঃখজনক হলো, আদালত থেকে অনেক আদেশই আসে, অনেক কিছুরই বাস্তবায়ন হয় না। গণমাধ্যমে আদালতের এই আদেশ বাস্তবায়নের জন্য কেউ তো তদারকি করছে না। সেই তদারকিটা প্রেস কাউন্সিল করতে পারে।”