নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৩
নরসিংদীর সদর এলাকায় স্বামীর দেওয়া পেট্রোল বোমার আগুনে স্ত্রী ও দুই সন্তানসহ তিনজন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন– রিনা বেগম (৩৬), তার দুই ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭)।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ ভোর রাতের দিকে নরসিংদী থেকে এক নারী ও তার দুই সন্তানকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিনার শরীরের ৫৮ শতাংশ, তৌহিদের শরীরের ১৬ শতাংশ এবং ফরহাদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই এইচডিইতে শিফট করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরো জানান, রিনার স্বামী করিম পেট্রোল বোমা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে করে স্ত্রী ও দুই সন্তানসহ দগ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এসএএ/বিআরইউ