যাত্রাবাড়ীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাতে আমরা খবর পেয়ে সায়েদাবাদ ভিখার গলির ফারুকের নির্বাচন ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি ও অর্ধগলিত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আমরা তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। কিন্তু লাশ পচে যাওয়ায় তার ফিঙ্গার নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখন পর্যন্ত তার নামপরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আর বলেন, পরে আমরা তার মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি হাত-পা বেঁধে ওই যুবককে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এনএফ