চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় পানিতে ডুবে মৃত্যুর পৃথক দুটি ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়ায় মারা যাওয়া তিন শিশু হলো— ওই এলাকার মো. রাজুর মেয়ের সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার সময় তারা বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুপ্তা দাশ জানান, পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিহত শিশুরা হলো— আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই পরস্পরের চাচাতো ভাই।  

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশুরা খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মাহিন ও মিশকাতকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন মৃত্যু আমাদের কারও কাম্য নয়। পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সহ্য করার ধৈর্য লাভ করে।

এমএন