রাজধানীর ডেমরায় মনিরা বেগম (২৬) নামের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দেইলা পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মনিরা বেগমকে অচেতন অবস্থায় পাই। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের গলায় একটি কালো দাগ রয়েছে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বাবা মনিরুজ্জামান জানান, তার মেয়ে ডেমরার উর্মি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার উজিল গ্রামে।

তিনি বলেন, আমার মেয়ের সহকর্মী ফোনে জানায় মনিরার অবস্থা খারাপ। পরে ঢাকায় এসে দেখি সে আর বেঁচে নেই। তার কোনো অসুখ ছিল না। আমার মেয়ে এমনভাবে মরতে পারে না, এর পেছনে অন্য কোনো রহস‍্য আছে।

তিনি আরও বলেন, আট বছর আগে মানিক শেখ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল মনিরার। মানিক বর্তমানে গ্রামের বাড়িতে থাকেন। মনিরা দুই বছর ধরে ঢাকায় গার্মেন্টসে কাজ করত এবং মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকত।

এসএএ/এএমকে