পিলার থেকে পড়েছে বিয়ারিং প্যাড, মেট্রো ট্রেন চলাচল বন্ধ
মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছের একটি পিলার থেকে আবারও বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এরপর থেকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র।
বিজ্ঞাপন
সূত্রটি আরও জানায়, সকালের দিকে যারা এই পথে ট্রেন চালিয়েছেন তারা জানিয়েছেন, এখান দিয়ে যাওয়ার সময় ট্রেন হাল্কা ঝাঁকি দিচ্ছিল। কিন্তু একটি ট্রেনের চালক জানিয়েছেন, ট্রেন অনেকটা ডেবে যাচ্ছিল। মূলত তখনই এ ঘটনা ঘটতে পারে। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পিলার নম্বরটা এখই বলতে পারছি না।
পথচারী মারা যাওয়ার ঘটনায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরআগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ফার্মগেট স্টেশনের পাশে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে থাকা ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যাওয়া তখনও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
এমএইচএন/এসএম