প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার একটি কাঠামো ঠিক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো আগামী সংসদ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করবে—এমন নিশ্চয়তা বিধান কীভাবে করা যায়, তা খুঁজে পাচ্ছে না কমিশন।

কমিশন–সংশ্লিষ্ট সূত্র জানায়, নিশ্চয়তা প্রশ্নে কমিশনের চিন্তা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এমন একটি বিধান রাখা, যেখানে বলা হবে, আগামী সংসদ গঠিত হওয়ার ৯ মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে। কিন্তু এ সময়ে বাস্তবায়িত না করলে কী হবে, তা এখনো ঠিক করতে পারেনি কমিশন। এখনো জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন।

সমকাল

কীটনাশকের কাঁচামালে শুল্ক রেয়াতের সিদ্ধান্ত

কীটনাশক বা বালাইনাশক উৎপাদনে কাঁচামাল আমদানি সহজ করা এবং শুল্ক রেয়াতের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে কীটনাশক আমদানির ওপর নির্ভরতা কাটবে। দেশে উৎপাদন হবে সব ধরনের বালাইনাশক। এতে ওষুধ শিল্পের মতো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির দুয়ার উন্মোচিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২১ অক্টোবরের প্রজ্ঞাপনে এমন আভাস দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে বালাইনাশক বা কীটনাশক উৎপাদন ও কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াতের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ)। কীটনাশক খাতের দেশীয় উদ্যোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

কালের কণ্ঠ

বিদেশের শ্রমবাজারে অশনিসংকেত

বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ শ্রমবাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান—এই চারটি দেশের মধ্যে সৌদি ছাড়া অন্য তিনটি দেশে কর্মী পাঠানো সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকারের গত এক বছরেরও বেশি সময়ে এই বাজারগুলো চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে সৌদির শ্রমবাজারেও চলছে নানা জটিলতা। এর ফলে বিদেশে কর্মী পাঠানোর হার দিন দিন কমছে।

বণিক বার্তা

নির্বাচিত ছাত্র সংসদে সভাপতির পদে অনির্বাচিত উপাচার্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন পর নির্বাচিত ছাত্র প্রতিনিধি পেয়েছে। চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতির পদে আসীন রয়েছেন (পদাধিকারবলে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তবে তারা ‘‌উপাচার্য প্যানেল নির্বাচন’ ছাড়াই রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অনির্বাচিত থেকে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামোর মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হলেও অনির্বাচিত উপাচার্যদের নিয়ে রয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো কোনো উপাচার্য প্যানেল নির্বাচন না হওয়ায় তা নিয়ে রয়েছে নানা সমালোচনা।

কালের কণ্ঠ

অর্থনীতির বাঁকবদলে চীনা পণ্যের প্রাধান্য

বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে শক্তি, তার বড় অংশই চীনের পণ্য, কাঁচামাল আর যন্ত্রপাতির অবদান। প্রাথমিক ও মধ্যবর্তী কাঁচামাল তৈরি হয় চীনে। আর তা শিল্পের চাকা ঘোরায় বাংলাদেশে। একদিকে দেশটির কাঁচামালে উৎপাদিত পণ্য স্থানীয় বাজার ও সরবরাহ ব্যবস্থা সমৃদ্ধ করেছে; অন্যদিকে কাঁচামাল থেকে উৎপাদিত রপ্তানিমুখী পণ্য রপ্তানিতে সহায়তা করে বৈদেশিক মুদ্রা আয়ের ‘পাওয়ার হাউস’ হিসেবে কাজ করছে।

বণিক বার্তা

শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক নিয়ে এক যুগ আগে ২০১৩ সালে প্রথমবার সেরা ব্যাংক নির্বাচন করে বণিক বার্তা। ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রতি বছরই এ র‍্যাংকিং প্রকাশ করা হচ্ছে। সাধারণত প্রতি বছর জুন-জুলাইয়ে দেশের ব্যাংকগুলোর এ মূল্যায়ন প্রকাশ করা হয়। তবে কয়েকটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত হতে দেরি হওয়ায় এ বছর র‍্যাংকিংয়ের প্রস্তুতিও পিছিয়েছে। দেশের ব্যাংকগুলোর ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার দ্বাদশ র‍্যাংকিং প্রস্তুত করা হয়েছে।

কালের কণ্ঠ

আতঙ্কে ৫ ব্যাংকের আমানতকারীরা

দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের লাখ লাখ গ্রাহক অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন। এসব ব্যাংক থেকে গ্রাহকরা একদিকে যেমন নিজেদের জমানো টাকা সহজে তুলতে পারছেন না, অন্যদিকে মেয়াদ পূর্তির পর ডিপোজিট করা অর্থের প্রতিশ্রুত মুনাফা নিয়েও ব্যাংকগুলো নিয়মবহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। এসব কারণে গ্রাহকদের মধ্যে হতাশা ও আতঙ্ক তৈরি হয়েছে।

বণিক বার্তা

ঢাকার সড়কে বাসের গড় গতি সাইকেল-রিকশার সমান

ঢাকায় সাধারণ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম বাস। মালিক সমিতির হিসাবে রাজধানী শহরে কম-বেশি পাঁচ হাজার বাস চলাচল করে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত টানা ১৪ ঘণ্টার যাত্রী পরিষেবায় নিয়োজিত থাকে সেগুলো। তবে দীর্ঘ সময় রাস্তায় থাকলেও খুব বেশি পথ পাড়ি দিতে পারে না ঢাকার বাস। যানজট আর দাঁড়িয়ে যাত্রী তোলা-নামানোর কারণে কমে যায় গড় গতি।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন: আসন ছাড়ের হিসাবে বেগ পাচ্ছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের লাইন এখন অনেক লম্বা। প্রার্থী বাছাই করতে তাই নাজেহাল অবস্থা দলটির। এর ওপর যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড়তে হবে আসন। খুঁজতে হচ্ছে নতুন শরিক দলও। হিসাব মিলে গেলেও আসনের ভাগ দিতে হবে তাদের। কিন্তু ওই দল থেকে জিতে আসার মতো প্রার্থী হাতে গোনা। আবার ভোটে প্রতীক ব্যবহারের নিয়মেও এসেছে বদল। এ অবস্থায় শরিক দল ও নিজেদের আসনের হিসাব মেলানো বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে বিএনপির নীতিনির্ধারকদের জন্য।

প্রথম আলো

ব্যবসার আড়ালে মালয়েশীয় দুই ভাইয়ের ‘হুন্ডি চক্র’

আমদানি-রপ্তানি, মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ও মুঠোফোন মেরামত—এমন সব ব্যবসার আড়ালে অবৈধ চ্যানেলে আর্থিক লেনদেনে (হুন্ডি) জড়িত মালয়েশিয়ার নাগরিক দুই ভাই। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজকের পত্রিকা

অপ্রচলিত পণ্য মানব চুলের রপ্তানি: ছয় বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি

ফেলে দেওয়া মানুষের চুল আজ কোটি ডলারের ব্যবসার প্রাণ। এটি শুধু অর্থ নয়, সম্ভাবনার প্রতীক। প্রায় তিন দশক আগে শুরু হওয়া সেই অপ্রচলিত উদ্যোগ এখন দেশে রীতিমতো শিল্পে পরিণত হয়েছে। মানব চুলকে কাঁচামাল হিসেবে নিশ্চিতে সারা দেশে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে, যার কেন্দ্রবিন্দু অন্তত ২৫টি কারখানা। এসব কারখানায় তৈরি রূপান্তরিত পণ্য শুধু দেশীয় চাহিদা পূরণ করছে না, বিশ্বব্যাপীও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইপিজেডে বিদেশি কিছু কারখানাও সরাসরি রপ্তানি করছে।

যুগান্তর

গচ্চা ৩ হাজার কোটি টাকা

গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ‘করিডর সিলেকশন ভুল ছিল’-এমন মূল্যায়নে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা। আর এ ভুলের জন্য গচ্চা দিতে হচ্ছে তিন হাজার কোটি টাকা। যা ইতোমধ্যেই খরচ হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের যেকোনো বিআরটি প্রকল্পের চেয়ে ৬ গুণ বেশি সময় নিয়ে এবং ৪ গুণ অতিরিক্ত খরচ করেও অদ্যাবধি শেষ হয়নি কাজ। এমন অবস্থায় এ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এটি বিশেষায়িত বাস লেনের পরিবর্তে সাধারণ চার লেন সড়ক হিসাবে ব্যবহৃত হবে। এ ব্যাপারে সামগ্রিক মূল্যায়নের জন্য একটি কারিগরি কমিটি করা হচ্ছে। একজন যোগাযোগ বিশেষজ্ঞকে প্রধান করে শিগগিরই এই কমিটি গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সমকাল

নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন উদ্যোগ

কৃষিতে শুধু উৎপাদন নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করাটাও চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৮ সালের মধ্যে কৃষি মন্ত্রণালয় তিন লাখ হেক্টর জমিকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (গ্যাপ) বা উত্তম কৃষিচর্চার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কৃষক থেকে শুরু করে বাজার পর্যন্ত পুরো উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় সুশৃঙ্খল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

বিবিসি

চট্টগ্রামের মীরসরাইয়ে দশ বছরেই একশ বছরের বন

ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ। মাঝ দিয়ে পায়ে হাঁটা সরু পথ। এত কাছাকাছি গাছ আর লতা-গুল্মের ঝোপ, সূর্যের আলোও যেন ঠিকমতো মাটিতে পড়ছে না। দেখে মনে হচ্ছে, কয়েকশ বছর ধরে গড়ে ওঠা ঘন জঙ্গল।

একসময় দেশের গ্রামাঞ্চলে এমন দৃশ্য হরহামেশা চোখে পড়লেও এখন যেন দেখা মেলা ভার। খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি সড়ক, কলকারখানা আর বসতবাড়ির চাহিদা মেটানোই যেন এখন মূখ্য। যাতে অনেকটাই হারিয়ে যেতে বসেছে এমন ক্ষুদ্র বনাঞ্চল।