রাজধানীর ধানমন্ডির শংকর বাস স্ট্যান্ডের পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা বিকেল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ডেপুটি ইঞ্জিনিয়ার মনির জানান, আজাহার আমাদের নির্মাণাধীন ১৪তলা ভবনের দেয়াল ও ফ্লোরে পানি দেওয়ার কাজ করেন। দুপুরের দিকে বেজমেন্টে মটর চালিয়ে জমা করা পানি বাইরে ফেলার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/জেডএস