৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে
রিপিট ক্যাডার (একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্ত) ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের প্রস্তাব অনুযায়ী বিধি সংশোধনের অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার সইয়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত বিধির গেজেট জারি করেছে। এখন পিএসসি সংশোধিত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, গেজেট জারি করা হয়েছে বলে জেনেছি। পিএসসি আনুষ্ঠানিকভাবে গেজেট পাওয়ার পর সংশোধিত ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে।
তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে, তা তিনি নির্দিষ্ট করে জানাননি।
বিজ্ঞাপন
যা রয়েছে পিএসসির সংশোধিত বিধিতে
একই ক্যাডারে একাধিকবার সুপারিশপ্রাপ্ত হওয়া ঠেকাতে পিএসসি ২০১৪ সালের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা’-এর ১৭ নম্বর বিধি সংশোধনের প্রস্তাব করেছিল। এ প্রস্তাবের অনুমোদন দিয়ে সংশোধিত বিধি গেজেট আকারে জারি করেছে সরকার।
গেজেটে বলা হয়, যদি কোনো প্রার্থী পূর্বে একই ক্যাডার পদে বা সমপদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে এবং পুনরায় সে পদে সুপারিশের ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে, তাহলে পিএসসি তাকে সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে। তবে ওই শূন্য পদে নিয়োগের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী সম্পূরক ফলাফল প্রকাশ করে নতুনভাবে সুপারিশ পাঠানো যাবে।
এছাড়া, ওই সম্পূরক ফলাফলের কারণে পূর্বে ঘোষিত ফলাফলে কোনো প্রার্থীর বিপরীতে পরিবর্তন আনা যাবে না বলেও বিধিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ মে। তাতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন, আর দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষা শেষে ৩০ জুন ২০২৫ তারিখে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
তবে এতে প্রায় চার শ’ রিপিট ক্যাডার ধরা পড়ে—যারা আগের বিসিএস পরীক্ষায় একই ক্যাডারে ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন। এতে অনেক পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি বিবেচনায় নিয়ে পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের তথ্য যাচাইয়ের পর পুনরায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।
বিষয়টি নিয়ে গত জুলাই মাসে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানিয়েছিলেন, ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের জন্য অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা ইতোমধ্যে কোনো ক্যাডার পদে কর্মরত রয়েছেন। তাদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে দাখিল করতে হবে।
তিনি বলেন, যেসব প্রার্থী বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, শুধু তাদেরই ওই গুগল ফর্মে তথ্য দিতে হবে।
এর অংশ হিসেবে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ক্ষেত্রেও আগেই চাকরির তথ্য চেয়ে ফরম পূরণ করানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। পরে ৪৪তম বিসিএসেও একই কৌশল নেওয়া হয়।
আরএইচটি/এনএফ