বাড্ডা এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ করলো ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডের মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা, গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচলানা করেছে সংস্থাটি।
আজ (মঙ্গলবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব এলাকায় ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেনের আওতাধীন মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা, গুলশান বাড্ডা লিংক রোড এলাকা থেকে অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এএসএস/এনএফ
বিজ্ঞাপন