চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বে-টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের জন্য ২৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি) নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সূত্রে জানা গেছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বে-টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আসা হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বে-টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি) ২৫ কোটি ৫০ লাখ টাকায় ‘বে-টার্মিনাল প্রকল্পের’ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের উদ্দেশ্য হলো— চট্টগ্রাম বন্দরের সক্ষমতা এবং পরিষেবার মান বাড়ানোর জন্য ৩০ বছরের জন্য একটি মাস্টার প্লান তৈরি করা এবং চট্টগ্রাম বন্দরের যানজট নিরসনে নতুন বেটার্মিনাল নির্মাণ ও বিশ্ববাজারে বাণিজ্য প্রসার বৃদ্ধি। প্রকল্পের মেয়াদ চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

এমএম/এনএফ