পাহাড়তলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ
চট্টগ্রামের পাহাড়তলীর গ্রীন ভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে আরমান (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুন) গ্রীন ভিউ আবাসিক এলাকার ৯নং রোডে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ওই নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে মাথায় আঘাত পান আরমান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরমানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
কেএম/এমএইচএস