করোনা ইস্যু নিয়ে জরুরি ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ ব্রিফিং করবেন তিনি।

দেশে বেশকিছু দিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। তবে নতুন করে করোনায় যারা আক্রান্ত ও মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই বিভিন্ন জেলার। এ কারণে বেশকিছু জেলায় লকডাউনও চলমান আছে। তবু নিয়ন্ত্রণহীন করোনার সংক্রমণ ও মৃত্যু। এ কারণে ধারণা করা হচ্ছে, মন্ত্রিপরিষদ সচিবের জরুরি ব্রিফিংয়ে নতুন কোনো দিক নির্দেশনা আসতে পারে।

সবশেষ রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে নতুন ৮২ জনসহ করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জন। তাতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

আগের ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮১ হাজার। 

সোমবার (২১ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১৬০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮১ হাজার ৭৭৮ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ২৪১ জনে।

এসএইচআর/এসএসএইচ