বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।
এই কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা বাতিলের শর্তে আগামী ৬ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে সোমবার (২১ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে বলে আদেশে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকার সময়ে গত ১৫ মে অবসরত্তোর ছুটিতে যান ইউসুফ হারুন।
বিজ্ঞাপন
এসএইচআর/জেডএস