হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) হাটহাজারি থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ  সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, হাটহাজারীতে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তার অন্যতম হোতা নাছির উদ্দীন। হাটহাজারী থানার দায়ের হওয়া নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার বিরোধিতা করে কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। এ সময় বিক্ষোভ ও হরতাল থেকে বিভিন্ন স্থানে সহিংসতা হয়। সেখানে চারজনের মৃত্যু হয়। সহিংসতা চলাকালে হাটহাজারী থানায় আক্রমণ, ডাক বাংলো ভাঙচুর এবং ভূমি অফিসে অগ্নিসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা। সড়কও অবরোধ করে রাখে দুই দিন। এসব ঘটনায় হাটহাজারীতে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় হেফাজতের কয়েকজন নেতা গ্রেফতার  হয়েছেন।

কেএম/এমএইচএস