ঢাকা জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা
বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ক্যান্টনমেন্ট শিক্ষা থানা
‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ঢাকা জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা-২০২৫’ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (১ নভেম্বর) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম।
বিজ্ঞাপন
ঢাকা জেলার পাঁচটি উপজেলা ও মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্টনমেন্ট শিক্ষা থানা ভলিবল দল।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচগুলো শুরু হয় বিকেল সাড়ে ৪টায়। দুটি দলই কোর্টে আক্রমণাত্মক খেলা উপহার দেওয়ায় গ্যালারিতে উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। বালিকা বিভাগে ক্যান্টনমেন্ট শিক্ষা থানা বালিকা ভলিবল দল তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রমনা শিক্ষা থানা বালিকা ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয় রমনা দলকে।
বিজ্ঞাপন
অন্যদিকে, বালক বিভাগের গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ক্যান্টনমেন্ট শিক্ষা থানা বালক ভলিবল দল ২-১ সেটে নবাবগঞ্জ উপজেলা বালক ভলিবল দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দল এ ম্যাচের একটি সেটে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়। টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে ঘোষণা করা হয় ক্যান্টনমেন্ট শিক্ষা থানা বালক ভলিবল দলকে এবং রানার্স-আপ হয় নবাবগঞ্জ উপজেলা বালক ভলিবল দল।
চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহাবুব-উল-আলম বলেন, তারুণ্যের সঠিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে শুধু শিক্ষায় নয়, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এ উৎসব তরুণদের মধ্যে দেশপ্রেম ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফারুক হাসান তৃণমূল পর্যায় থেকে সঠিক প্রতিভা খুঁজে বের করতে স্কুল পর্যায়ের এমন টুর্নামেন্টের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে আয়োজকদের সাধুবাদ জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তানভীর আহমেদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা বিশ্বাস করি, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ –এই স্লোগান সামনে রেখে আমাদের তারুণ্য এগিয়ে যাবে। ভবিষ্যতেও খেলাধুলার এ ধারা অব্যাহত থাকবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি ঘটে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং অন্যান্য বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন প্রতিযোগিতার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা।
এনআর/এসএসএইচ